More

Social Media

Light
Dark

আকাশ বোঝা দায়!

গতবছর এমন সময়ই নিউজিল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ। সেবারও বাংলাদেশের ফিল্ডাররা দেখিয়েছিল ক্যাচ মিসের মহড়া। এরপর সেই ক্যাচ মিস প্রসঙ্গে নাসুম আহমেদ বলেছিলেন, ‘এখানকার আকাশ একটু বেশি পরিষ্কার তো, তাই বল ঠিক করে দেখা যায় না।’ তবে নিউজিল্যান্ডের আকাশ যেন মিরপুরেও টেনে আনলেন নাসুমরা।

বাংলাদেশের ফিল্ডিং নিয়ে সমালোচনা সবসময়ই ছিল। প্রায় প্রতি ম্যাচেই দুই একটা ক্যাচ মিস হয়। তবে আজ যেন সবকিছুকে ছাপিয়ে গেলেন বাংলাদেশের ফিল্ডাররা। একেবারে হাত থেকেই পড়ে গেল তিনটি ক্যাচ। এছাড়া হাফ চান্স তো ছিলই।

এমনিতেই বাংলাদেশের পুঁজি খুব বেশি ছিল না। আফগান দুই পেসারের বোলিং তোপে মাত্র ১১৫ রানেই থামে বাংলাদেশের ইনিংস। তবুও বল হাতে শুরুটা একেবারে খারাপ করেনি স্পিনাররা। মিরপুরের উইকেটে এই অল্প পুঁজি নিয়েই একটু প্রতিদ্বন্দ্বিতা গড়ার চেষ্টা করেছিল স্পিনাররা।

ads

একেবারে ইনিংসের প্রথম ওভারে ফেরা যাক। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ নাসুমের বলটাকে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন। তবে বল এইজ হয়ে প্রায় আকাশ ছুলো। অনেকক্ষণ সময় পেলেন বাংলাদেশের ফিল্ডাররা। ত্রিশ গজের মধ্যে থাকা সেই ক্যাচ বোলার নাসুমই ধরতে চাইলেন। হাত দিয়ে সবাইকে ইশারা করলেন যে তিনিই ধরবেন।

বলের খুব কাছাকাছিই মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন। এমনকি উইকেটরক্ষক লিটন দাসও চাইলেও বলের নিচে চলে আসতে পারতেন। তবে নাসুম সিদ্ধান্ত নিয়েছেন ক্যাচও তিনিই ধরবেন। আমরাও নাসুমের হাতগুলোর দিকে তাকিয়ে থাকলাম। তবে ইশারা দিতে দিতে বলের নিচে আর ঠিক করে যেতে পারলেন না নাসুম। একসময় বলটাকেই হারিয়ে ফেললেন। নাসুমের দুই হাত গলে পড়ে গেল সেই ক্যাচ।

তবে গল্প এখানেই শেষ হয় না। নাসুমের সামনে আরেকটা সুযোগ ছিল। শরিফুল ইসলাম বেশ পরিকল্পনা করেই আফগান ব্যাটসম্যানকে ফাঁদে ফেললেন, ক্যাচও উঠলো। তবে অনেকক্ষণ ধরে ভাসতে থাকা বলটার নিচে হাত নিয়ে যেতে পারলেন না নাসুম। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মাথায় হাত।

অবশ্য রিয়াদই বা কী বলবেন তাঁর সতীর্থদের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সবচেয়ে বেশি ক্যাচ বোধহয় পড়েছে রিয়াদের হাত থেকেই। এমনকি অনুশীলনেও টানা ক্যাচ মিস করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক। তবে আজ ম্যাচে কোন ভুল করেননি তিনি। দারুণ একটি ক্যাচও তালুবন্দি করেছেন।

তবে এই ম্যাচে ক্যাস মিসের উপাখ্যান এখানেই শেষ হয় না। এই মুহূর্তে বাংলাদেশ দলের অন্যতম সেরা ফিল্ডারদের একজন আফিফ হোসেন। তবে সেই আফিফও আজ ডুবালেন। হাতের ক্যাচ ফেলে দিলেন তিনিও। আফগানদের জন্য জয়ের রাস্তা সহজ হলো।

ওদিকে এই টি-টোয়েন্টি দলের সবচেয়ে আলোচিত-সমালোচিত চরিত্র নাঈম শেখ। ব্যাট হাতে অনেকদিন ধরেই রানে নেই। অবশ্য যখন রানে ছিলেন তখনো তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ উঠে।

তবে আজ নাঈম শেখ করলেন আরেক কাণ্ড। আফগানিস্তানের ব্যাটসম্যান উসমান গনির দেয়া সহজ ক্যাচ ফেলে দিলেন। যদিও ততক্ষণে ম্যাচ আফগানিস্তানের পকেটে চলে গিয়েছিল। তবে বাংলাদেশের ক্রিকেটাররা শরীরি ভাষায় হেরে গিয়েছিলেন অনেক আগেই। অন্তত আন্তর্জাতিক ম্যাচে একটা দলের এমন ফিল্ডিং দেখাটা লজ্জাজনকই বটে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link