More

Social Media

Light
Dark

রোহিত ও ভারতের বিশ্বকাপ স্বপ্ন

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যেই দল গোছাতে শুরু করেছে ভারত। গেলো বিশ্বকাপে ভরাডুবির পর অস্ট্রেলিয়ার মাটিতে নিজের সামর্থ্যের জানান দিতে চায় রোহিত শর্মার দল। টুর্নামেন্টের আগেই প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত করছেন এক সাক্ষাৎকারে এমনটাই জানান রোহিত।

রোহিত বলেন, ইতিমধ্যে সব খেলোয়াড়কে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে, ‘আমরা সবার সাথে তাঁদের ভূমিকা নিয়ে কথা বলেছি, তাঁদেরকে কি করতে হবে বিশ্বকাপে। এই মাইন্ডসেটটা ব্যাটিং কিংবা বোলিংয়ে ধরে রাখতে হবে। এটা তাঁদেরকে পরিষ্কার করে বলা হয়েছে। আপাতত চিন্তাভাবনা শুধুমাত্র বিশ্বকাপ কেন্দ্রিক। যারা বিশ্বকাপে থাকবে তাদেরকে খেলার সুযোগ দিয়ে প্রস্তুত করা। এখনো অনেকেই আছে ইনজুরির কারণে দলের সাথে নেই। বিশ্বকাপের সময় কে ফিট থাকবে জানি না, আমরা এখনই ব্যাকআপ তৈরি করে রাখতে চাই। সবকিছু মাথায় রেখেই খেলোয়াড়দের নিজেকে প্রস্তুতের জন্য যথেষ্ট সময় দিতে হবে।’

রোহিত বলছিলেন, তারা দলে যে ফাঁক ফোকর আছে, সেগুলো ঠিক করার চেষ্টায় আছেন, ‘আমরা চেষ্টা করছি স্কোয়াডে যেসব ফাঁক আছে সেগুলো খুঁজে বের করে পূরণ করার। অনেকেই খুব তরুন এবং খুব বেশি ম্যাচ খেলেনি। তাঁদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে। আপাতত আমরা ছোট ছোট ভুল, ফাঁকফোকর খুঁজে বের করে সেগুলো সমাধানের চেষ্টা করছি। শেষ ওয়ানডেতে মনে হয়েছে কুলদ্বীপকে ফেরানো উচিত এবং সে আমাদের জন্য কি করতে পারে দেখতে চাচ্ছিলাম। এমনই যদি আমাদের মনে হয় টি-টোয়েন্টিতে কাউকে আনা উচিত আমরা তাঁকে নেবো।’

ads

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। অপরদিকে, ইনজুরির কারণে দলে নেই ওয়াশিংটন সুন্দর, লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া অবশ্য নিজেই নির্বাচকদের জানিয়েছেন বোলিং নিয়ে আপাতত আলাদা কাজ করতে চান তিনি। সম্পূর্ণ ফিট হয়েই ফিরতে চান দলে। রোহিত বলেন, ‘সে অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং – তিন বিভাগেই সে অসাধারণ। আমরা এখনো আলোচনা করিনি সে শুধু ব্যাটার হিসেবেই খেলবে কিনা। সবাই দলে এভেইলেবল হলে এসব নিয়ে আমরা আলোচনা করবো। সবার জন্যই এখনো দরজা খোলা আছে, আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। সিডনি, মেলবোর্নে যেহেতু ভিন্ন কন্ডিশন তাই আমাদেরকে কম্বিনেশন নিয়ে ভাবতে হবে। ‘

স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম করলেও কুলদ্বীপ যাদবের রিদমে ফিরতে আরো কিছু সময় লাগবে সেটাও স্পষ্ট। অবশ্য যুজবেন্দ্র চাহাল ও যাদবকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন ভারতের রঙিন জার্সির অধিনায়ক। রোহিত বলেন, ‘এই দু’জন আমাদের জন্য বড় সম্পদ। আমরা তাঁদেরকে সাপোর্ট করছি এবং তাঁরা দলের সাথেই আছে। আমাদের কাছে অনেক অপশন আছে। যখন আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন আপনাকে খেয়াল রাখতে হবে কে ব্যাটিংটাও করতে পারবে। এই ফরম্যাটে একসাথে ২-৩টা কাজ করতে পারবে এমন কাউকে দরকার। এরা আমাদের জন্য উইকেট নেওয়ার অপশন। অধিনায়কের প্রত্যাশা থাকে তারা উইকেট এনে দিবে। তাদের জন্য সেরা রিদমে আসাটা দরকার। চাহাল ভালো ছন্দে আছে। কুলদ্বীপ ইনজুরিতে ছিলো, তাঁর কিছু সময় দরকার। আমি নিশ্চিত সে এটা নিয়ে কাজ করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link