More

Social Media

Light
Dark

ট্র্যাজেডিতেই শেষ রাব্বির

হুট করে বাংলাদেশে তার নাম হয়ে গিয়েছিলো টি-টোয়েন্টি তারকা। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড ঈর্ষনীয়। সব ফরম্যাটেই তিনি দারুন ভরসার নাম। কিন্তু ২০১৮-১৯ মৌসুমে যে ভয়াবহ ব্যাটিং করেছিলেন, তাতে মনে হয়েছিলো তিনি টি-টোয়েন্টিরই খেলোয়াড়।

সর্বশেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও বেশ ভালো করেছেন। কিন্তু এই বিপিএলে ঠিক বড় কিছু করতে পারছিলেন না। ছোট ছোট কার্যকর ইনিংস খেলছিলেন। অবশেষে আজ এসে বুঝিয়ে দিলেন কেনো তিনি-বিগম্যান রাব্বি। হ্যা, তিনি ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

ঘরোয়া ক্রিকেটে রাব্বির মানে, ইয়াসির আলী চৌধুরী রাব্বির তুলনা পাওয়া কঠিন। সব ফরম্যাটেই অসাধারণ পারফরম করেন এই ব্যাটসম্যান। সেই জন্য গত প্রায় তিন বছর ধরে ছিলেন তিনি জাতীয় দলের সাথে। পানি টানাই যেনো তার নিয়তি হয়ে দাড়িয়েছিল।

ads

২০১৯ বিশ্বকাপের আগ থেকেই বাংলাদেশ দলের সাথে ছিলেন রাব্বি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে প্রায় প্রতিটা সিরিজেই তিনি ছিলেন। প্রতিবারই অভিষেক হয় হয় রব শোনা যেত। তবে শেষ পর্যন্ত রাব্বিকে ছাড়াই ঘোষণা করা হতো একাদশ। এরমাঝে এবার টি-টোয়েন্টি দলে নেয়ার সময়ও জোর গুঞ্জন ছিল যে রাব্বির অভিষেক হতে যাচ্ছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটেও কপাল খুললো না এই চট্টলার এই ব্যাটারের।

রাব্বি সবার আগে দলে ডাক পান ওয়ানডে দলে। এরপর যথাক্রমে টেস্ট ও টি-টোয়েন্টি দলেও ডাক আসে। রাব্বি দলে ডাক পাওয়ার পর থেকে বাংলাদেশের ১৯ জন ক্রিকেটারের অভিষেক হয়ে যায়। এরমধ্যে টেস্ট ক্রিকেটে তিনজনের, ওয়ানডেতে ছয় জনের ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে দশ ক্রিকেটারের।

অবশেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিলো। দারুন এক ইনিংসও খেলেছিলেন। কিন্তু সাকিব আল হাসান ফেরায় দ্বিতীয় টেস্টে বাদ পড়েন। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইসচার্চেও দারুন খেলেন; ফিফটিও করেন।

বিপিএলেও একটা ফিফটি করেছেন। তবে আজকের ৪৫ রানের ইনিংস ছিলো নিজেকে আবার ফিরে পাওয়ার এক ইনিংস। শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। কিন্তু ম্যাচের শেষ দিকে রাব্বি যে কী ভয়াবহ বল পেটাতে পারেন, তার একটা প্রমাণ দিয়ে গেলেন।

এই ইনিংসের ভেতর দিয়ে রাব্বির এবারের বিপিএলে ১১ ম্যাচে ২১৯ রান হলো। রাব্বি এবার বিপিএলে দলের জন্য খেলা ব্যাপারটাকে সত্যি মাঠে করে দেখাতে পেরেছেন। অন্তত প্রমাণ করলেন যে, জাতীয় দলে তার কাজটা কেবল পানি টেনে বেড়ানো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link