More

Social Media

Light
Dark

৪০০ নট আউট!

টি-টোয়েন্টি ক্রিকেটটা আধুনিক যুগে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট। আন্তর্জাতিক ক্রিকেটে তো আছেই, এর বাদে বিশ্বজুড়ে নানারকম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট হয় নিয়মিতই। আর যতই টি-টোয়েন্টিটাকে ব্যাটসম্যানদের খেলা বলা হোক না কেন – নিয়মিতই এই ফরম্যাটে সাফল্য পাচ্ছেন বোলাররা।

এই ফরম্যাটে চারশ কিংবা তার বেশি সংখ্যক উইকেট পেয়েছেন এমন বোলারের সংখ্যা এখন পাঁচজনে গিয়ে ঠেকেছে। তালিকায় সর্বশেষ যোগ হয়েছেন সাকিব আল হাসান। বাকি চারজনের মধ্যে ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো, সুনিল নারাইনদের সাথে এই তালিকায় এতোদিন ছিলেন ইমরান তাহির ও রশিদ খান। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট শিকারের মাধ্যমে এই তালিকার পঞ্চম বোলার হিসেবে নিজের নাম লিখিয়েছেন সাকিব।

  • ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)

টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবেই পরিচিত ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। ৫১৪ ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫৫৫ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।

ads

সেই সাথে নিজের নামের পাশে যোগ করেছেন ১৩ হাজারের বেশি রান। বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়ানো ব্রাভো টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা এক তারকা। টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে তিনি ৪০০ উইকেট শিকার করেন।

  • ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)

পাকিস্তানি বংশদ্ভুত দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির আছেন এই তালিকার দুইয়ে। ৩৪৪ ম্যাচে ৪৩৫ উইকেট শিকার করেছেন এই প্রোটিয়া তারকা লেগ স্পিনার। আইপিএল, বিপিএল, পিএসএল, সিপিএল, কাউন্টিসহ বিশ্বের বিভিন্ন লিগে খেলেছেন তাহির। তাঁর সময়ে টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলারও ছিলেন এই লেগি।

  • সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)

টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলার হিসেবে ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইন লম্বা সময় ছিলেব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৪৪ ম্যাচে এই স্পিনার শিকার করেছেন ৪২৫ উইকেট।

তাঁকে রহস্যময় স্পিনার হিসেবেও জানা হয়। বোলিং অ্যাকশনের জন্য কিছু সময় নিষিদ্ধ থাকলেও অ্যাকশন পরিবর্তন করে নতুন রূপে ফিরে ব্যাটারদের মাত দিচ্ছেন এই ক্যারিবিয়ান তারকা।

  • রশিদ খান (আফগানিস্তান)

বর্তমান বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার তথা সেরা স্পিনার হিসেবে পরিচিত আফগান তারকা রশিদ খান। বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটারদের তিনি মাত দিয়েছেন ২২ গজে। রশিদের স্পিন ভেলকিতে প্রতিপক্ষ বিপাকে পড়েছে বহুবার।

এই আফগান তারকা টি-টোয়েন্টিতে মাত্র ৩০০ ম্যাচ খেলেই শিকার করেছেন ৪২০ উইকেট। জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না হলেও আইপিএল, বিগব্যাশ ও সিপিএলের নিয়মিত মুখ তিনি।

  • সাকিব আল হাসান (বাংলাদেশ)

বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট নেওয়ার মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। সেই সাথে টি-টোয়েন্টিতে ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০০০ রান ও ৪০০ উইকেটের রেকর্ড গড়লেন সাকিব।

বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়ানো সাকিব ইতোমধ্যেই বিভিন্ন রেকর্ডে নাম লিখিয়ে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link