More

Social Media

Light
Dark

`আমরাই দায়িত্ব নিতে পারিনি’

অনেকদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেও বিপিএলটা দারুণ ভাবে শুরু করলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই অধিনায়ক বল হাতে হিমসিম খায়িয়েছেন ফরচুন বরিশালের ব্যাটসম্যানদের। যদিও ব্যাটসম্যানদের ব্যর্থতা ও অন্য বোলারদের সাহায্য না পাওয়ায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে চট্টগ্রামকে। তবে অধিনায়ক মিরাজ ছিলেন নিজ আলোয় আলোকিত।

ইনিংসের শুরুতেই বরিশালের গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যানকে ফেরান মিরাজ। নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানকে বোল্ড করে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এরপর নিজের শেষ ওভারে নিয়েছেন আরো দুই উইকেট। ব্যক্তিগতভাবে বিপিএলটা দারুন ভাবে শুরু হলেও  দলকে জয় এনে দিতে না পারায় খানিকটা হতাশাই প্রকাশ পেল মিরাজের কন্ঠে।

পরাজয়ের কারণ হিসেবে তিনি বলছিলেন, `আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারেনি। এই উইকেটে এত অল্প রান করে জেতাটা খুব কঠিন। টি-টোয়েন্টিতে ১২৫ রান আসলে খুবই কম। তবুও বেনি হাওয়েল দারুণ ব্যাটিং করেছে। ওর ইনিংসের কারণেই আমরা লড়াই করতে পেরেছি। তবে এটা মাত্র প্রথম ম্যাচ, এখনো লম্বা একটা পথ বাকি। আমরা ঘুরে দাঁড়াব।‘

ads

স্পিনাররা ভালো করলেও চট্টগ্রামের পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা শরিফুল ইসলাম। বাংলাদেশের এই পেসার মিরপুরের এই উইকেটে খুব একটা সুবিধা করতে পারেননি। আজ বেশ খরুচে বোলিং ই করেছেন। এতে বরিশালের উপর চাপ তৈরি করতে পারেনি মিরাজরা।

পেসারদের বোলিং নিয়ে মিরাজ বলেন, `টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে এমন দিন আসতেই পারে। শরিফুল বাংলাদেশের হয়েও অনেক ভালো ক্রিকেট খেলেছে। আজ জিয়া ভাইও (জিয়াউর রহমান) ভালো ব্যাটিং করছিলেন। ওরা দ্রুতই ব্যাক করবে ইনশাল্লাহ।‘

আজকের এই হারের দায় অবশ্য মিরাজ দিয়েছেন ব্যাটসম্যানদের কাঁধে। ম্যাচের শুরুতে দ্রুতই উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। বেনি হাওয়েল ছাড়া কেউই ভালো ইনিংস খেলতে পারেননি। মিরাজ বলছিলেন, `আমাদের আসলে ২৫টা রান কম হয়েছে। শুরুর দিকে ব্যাটসম্যানরা দ্রুত আউট হয়ে যাওয়ায় সেটা হয়নি। তবে এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। আমাদের আজকে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। বিদেশি ক্রিকেটাররাও মানিয়ে নিচ্ছে।‘

ওদিকে বিপিএলের উইকেট নিয়ে সবসময়ই সমালোচনা হয়। টি-টোয়েন্টি ক্রিকেটের আদর্শ উইকেট কখনোই বিপিএলে পাওয়া যায়না এমন অভিযোগও আছে। আর মিরপুরে তো ব্যাটসম্যানদের জন্য রান করা আরো কঠিন হয়ে পড়ে। আজও দেখা গেল ব্যাটসম্যানরা বেশ ভুগেছেন রান করতে।  মিরাজ অবশ্য বলেছেন ভিন্ন কথা। তিনি মনে করেন আজকের ম্যাচে উইকেট ভালোই ছিল।

উইকেট নিয়ে মিরাজ বলেন, `উইকেট আমার মনে হয় ভালোই ছিল। আমাদের ব্যাটসম্যানরাই সেটার ব্যবহার করতে পারেনি। আমরা আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে আরো রান করা যেত। তবে আমি মনে করি আমাদের দলটা খুব ভালো। সবাই ভালো ক্রিকেট খেলছে।‘

দল ভালো না করলেও নিজে দারুণ শুরু করলেন। বল হাতে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ক্যারিয়ারে এই প্রথম চার উইকেট পেলেন মিরাজ। তবে এই সাফল্যে খুব একটা খুশি নন মিরাজ। দল জিতলেই নাকি বেশি খুশি হতেন এই অলরাউন্ডার।

মিরাজ বলন, `আমি ভালো বোলিং করেছি। তবে দল না জিতলে আসলে এই পারফর্মেন্স গুলো কাউন্ট হয় না। ম্যাচ জিতলে বরং আরো ভালো লাগতো।‘

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link