More

Social Media

Light
Dark

র‍্যাংকিংয়ে অদল-বদল

আইসিসি টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে সেরা পাঁচে উঠে এসেছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। ক্যারিয়ারে প্রথমবার সেরা পাঁচে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে সেরা পাঁচে।

২১ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার চট্রগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট সহ টেস্টে শিকার করেন ৭ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে আট নম্বর থেকে নিল ওয়াগনার, ক্যাগিসো রাবাদা ও জেমস অ্যান্ডারসনকে টপকে এসে পাঁচে অবস্থান করছেন তিনি।

একই সাথে উন্নতি হয়েছে আরেক পাকিস্তানি পেসার হাসান আলীরও। চট্রগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে অসাধারণ বোলিংয়ে তিনিও শিকার করেছেন সাত উইকেট! যার মাঝে প্রথম ইনিংসে শিকার করেছিলেন ফাইফার। পূর্বের অবস্থান ১৬ থেকে পাঁচ ধাপ এগিয়ে বর্তমানে ১১ তে অবস্থান করছেন এই পেসার। এটিই ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। এর আগে চলতি বছরের মে মাসে একবার ১৪তে উঠে আসেন তিনি।

ads

এদিকে র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন পাকিস্তানি ওপেনার আবিদ আলী। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি পর দ্বিতীয় ইনিংসে খেলেন ৯১ রানের দারুন এক ইনিংস। ৯ রানের জন্য জোড়া সেঞ্চুরি মিস করা আবিদ আলী ২৭ ধাপ এগিয়ে এসে ক্যারিয়ার সেরা ২০ নম্বরে অবস্থান করছেন তিনি। অপরদিকে, আরেক অভিষিক্ত ওপেনার আব্দুল্লাহ শফিক দুই ইনিংসে দুই জোড়া ফিফটিতে প্রথমবার র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন ৮৩ তে।

বাংলাদেশের হয়ে চার ধাপ এগিয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন মুশফিক। চট্রগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৯১ ও দ্বিতীয় ইনিংসে ১৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। উন্নতি করেছেন লিটন দাশও। প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া লিটন ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩১ নম্বরে অবস্থান করছেন। ম্যাচে আট উইকেট শিকার করা তাইজুল ২ ধাপ এগিয়ে ২৩ শে অবস্থান করছেন।

কানপুরে ভারত-নিউজিল্যান্ডের নখকামড়ানো এক ড্রয়ের পর অভিষিক্ত শ্রেয়াস আইয়ার অবস্থান করছেন ৭৪ নম্বরে। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর পরের ইনিংসেও করেন ৬৫ রান। আরেক ওপেনার শুভমান গিল ৬ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৬৬ তে।

উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা ৯ ধাপ এগিয়ে আছেন ৯৯ নম্বরে। বোলিং র‍্যাঙ্কিংয়ে রবীন্দ্র জাদেজা ২ ধাপ এগিয়ে ১৯ ও রবিচন্দ্রন অশ্বিন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে অবস্থান করছেন সেরা তিনে। অপরদিকে নিউজিল্যান্ডের হয়ে দুই জোড়া ফিফটিতে ১৪ থেকে ৯ এ উঠে এসেছেন ওপেনার টম ল্যাথাম। বোলিং র‍্যাংকিংয়ে নয়ে আছেন কাইল জেমিসন।

গল টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৭ রানের বড় জয় পাওয়ার পর র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক দ্বিমুথ করণারত্নের। দুই ইনিংসে ১৪৭ ও ৮৩ রানের ইনিংসের পর ৪ ধাপ এগিয়ে সাতে অবস্থান করছেন লঙ্কান অধিনায়ক। বাঁ-হাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া চার ধাপ এগিয়ে ৩৭ ও প্রবীন জয়াবিক্রমা ৬ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৪ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link