More

Social Media

Light
Dark

অবশেষে সেই রাব্বি

গত দুই বছর ধরেই বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত মুখ।

এবছরও বাংলাদেশের খেলা সবগুলো টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন। এছাড়া বদলি ফিল্ডার হিসেবে ৬ টি ক্যাচও ধরেছেন বাংলাদেশের হয়ে। ঘরোয়া ক্রিকেটের শক্তিশালী পারফর্মার। তবে কোনভাবেই টেস্ট ক্রিকেটে অভিষেকটা হচ্ছিল না ইয়াসির আলী রাব্বির। অবশেষে চট্টগ্রামে নিজের ঘরের মাঠে অপেক্ষা ফুরলো এই ব্যাটসম্যানের।

ads

২০১৯ বিশ্বকাপের আগ থেকেই বাংলাদেশ দলের সাথে ছিলেন রাব্বি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে প্রায় প্রতিটা সিরিজেই তিনি ছিলেন। প্রতবারই অভিষেক হয় হয় রব শোনা যায়। তবে শেষ পর্যন্ত রাব্বিকে ছাড়াই ঘোষণা করা হয় একাদশ। এরমাঝে এবার টি-টোয়েন্টি দলে নেয়ার সময়ও জোর গুঞ্জন ছিল যে রাব্বির অভিষেক হতে যাচ্ছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটেও কপাল খুললো না এই চট্টলার এই ব্যাটারের।

রাব্বি সবার আগে দলে ডাক পান ওয়ানডে দলে। এরপর যথাক্রমে টেস্ট ও টি-টোয়েন্টি দলেও ডাক আসে। রাব্বি দলে ডাক পাওয়ার এখন পর্যন্ত বাংলাদেশের ১৯ জন ক্রিকেটারের অভিষেক হয়েছে। এরমধ্যে টেস্ট ক্রিকেটে তিনজনের, ওয়ানডেতে ছয় জনের ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে দশ ক্রিকেটারের।

টেস্ট দলে গত দুই বছর নিয়মিত বাংলাদেশের হয়ে ফিল্ডিং করেছেন। বিশেষজ্ঞ ক্লোজ ইন ফিল্ডার হিসেবেই ব্যবহার করা হয়েছে তাঁকে। তবে কোনভাবেই জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা হচ্ছিল না তাঁর। জাতীয় দলের র‍্যাডারে থাকলেও ম্যাচ খেলা অভিজ্ঞতায় পিছিয়ে যাচ্ছিলেন তিনি। কেননা দলে থাকায় জাতীয় লিগসহ ঘরোয়া ক্রিকেটের নানা ম্যাচই মিস করেছেন তিনি।

এতে অবশ্য রাব্বির মধ্যে কখনো আফসোস দেখা যায়নি। বরং জানিয়েছেন দলের সাথে থাকার এই সুযোগটা পেয়ে তিনি গর্বিত। তবে রাব্বি মুখে যত যাই বলুন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার একটা অপেক্ষা তো তাঁর মধ্যে ছিলই। সেটা আজ পূরণ হতে যাচ্ছে নিজের শহর চট্টগ্রামেই।

এছাড়া ঘরোয়া ক্রিকেটের প্রমাণিত পারফর্মার ইয়াসির আলী রাব্বি। এখন পর্যন্ত ৫৭ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সেখানে ব্যাটিং করেছেন ৫০ এরও বেশি গড়ে। তাঁর ঝুলিতে প্রায় ৪ হাজার রান প্রমাণ করে রান করার অভ্যাসটা তাঁর আছে। উইকেটে আঁকড়ে থাকতে পারার ক্ষমতাটাও আছে এই ব্যাটারের।

অনেক লম্বা অপেক্ষার পর টেস্ট ক্রিকেটে মাঠে নামছেন রাব্বি। রাব্বির অপেক্ষাটা যত বড়, তাঁর প্রস্তুতিটাও ততটাই গভীর হওয়ার কথা। এই দুই বছর দলের সাথে থেকে অনেক বড় বড় ক্রিকেটারদেরই কাছ থেকে দেখেছেন। তাঁদের দেখে বড় স্বপ্নই নিশ্চয়ই বুকের ভেতর পুষে রেখেছেন রাব্বি। এতদিনের অপেক্ষায় বুকের ভেতর যে আগুন জ্বলছে সেটা এখন মাঠে ছড়িয়ে দেয়ার পালা।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link