অবশেষে স্বরূপে ভারত


ভারতের জন্য ‘জীবন-মরণ লড়াইয়ে’র ম্যাচ। জিতলে থাকবে সেমির আশা আর হারলে বিদায়। অপরদিকে সেমির দৌড়ে অনেকটাই এগিয়ে যেতে এই ম্যাচে জয়টা কম গুরুত্বপূর্ণ নয় আফগানদের জন্য। এমন সমীকরণের মুখে নেমে নিজেদের আসল চেহারা দেখাল বিরাট কোহলির দল।

দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পেলো ভার‍ত। সেই সাথে সেমির দৌড়ে টিকে রইলো বিরাট কোহলির দল।

২১১ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চরম বিপাকে পড়ে আফগানিস্তান। ওপেনিং জুটিতে ১৩ রানের পথে এক ওভারের ব্যবধানে আউট হন হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ। এরপর তৃতীয় উইকেটে গুলবাদিন নাইব ও রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ে আশার আলো দেখে আফগানরা। কিন্তু দলীয় ৪৮ রানে ১০ বলে ২ ছক্কা ও ১ চারে ১৯ রানে আউট হন গুরবাজ। এরপর দশ রানের ব্যবধানেই আউট নাইবও!

ads

১০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৬১! শেষ দশ ওভারে দরকার ১৫০ রান। যা আপাতদৃষ্টিতে অসম্ভব কিছুই। উইকেট বাঁচিয়ে দুই প্রান্তে অনেকটাই ধীরে ব্যাট করছিলেন করিম জানাত ও মোহাম্মদ নবী। ম্যাচ থেকে তখন পুরোপুরি ছিটকে গেছে আফগানরা। স্রেফ হারের ব্যবধান কমানোর লড়াই। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে রান সংগ্রহ করে আফগানরা। ৬৬ রানের বড় জয় নিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো ভারত।

এর আগে আবুধাবিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে আফগানিস্তানের বোলিং শিবির। চার-ছক্কার ফুলঝুরিতে ভারতীয় ওপেনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে আফগানরা।

ওপেনিং জুটিতে তাণ্ডব চালিয়ে রোহিত-রাহুলরা জুটি গড়েন ১৪০ রানের। দুইপ্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে দু’জনেই করেন ফিফটি। রশিদ খান, নাভিনরাও ছিলেন এদিন অসহায়। ক্যাচ মিস, ফিল্ডিং মিসে বেহাল অবস্থা আফগানদের।

দলীয় ১৪০ রানে ১৫ তম ওভারে ব্যক্তিগত ৪৭ বলে ৩ ছক্কা ও ৮ চারে ৭৪ রানে আউট হন রোহিত শর্মা। করিম জানাতের হাত ধরেই আফগানরা পায় প্রথম সফলতা। এরপর দ্বিতীয় উইকেটে ঋষাভ পান্তের সাথে জুটি বাঁধেন রাহুল। অবশ্য খুব বেশি স্থায়ী হয়নি সেটি। দলীয় ১৪৭ রানে ৬ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৬৯ রানে আউট হন রাহুল। ইনিংসের তখনো ২১ বল বাকি! দলের সংগ্রহ ১৪৭ রান!

বাকি পথটা নিজেদের মতো করেই সাজান পান্ত ও হার্দিক পান্ডিয়া। তৃতীয় উইকেটে দু’জনের ২১ বলে ৬৩ রানের তান্ডবে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২১০ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করে ভারত। পান্ত ১৩ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ ও ১৩ বলে ২ ছক্কা ও ৪ চারে ৩৫ রানে অপরাজিত থাকেন। আফগানদের পক্ষে গুলবাদিন নায়েব ও করিম জানাত একটি করে উইকেট লাভ করেন।

  • সংক্ষিপ্ত স্কোর

ভারত – ২১০/২ (২০ ওভার); রোহিত ৭৪ (৪৭), রাহুল ৬৯ (৪৮), পান্ডিয়া ৩৫ (১৩)*, ২৭ (১৩)*; করিম জানাত ১-০-৭-১, গুলবাদিন ৪-০-৩৯-১, রশিদ ৪-০-৩৬-০।

আফগানিস্তান – ১৪৪/৭ (২০ ওভার); জানাত ৪২ (২২)*, নবী ৩৫ (৩২), গুরবাজ ১৯ (১০), গুলবাদিন ১৮ (২০); শামি ৪-০-৩২-৩, অশ্বিন ৩-০-১৪-১, জাদেজা ৩-০-১৯-১, বুমরাহ ৪-০-২৫-১,

ফলাফল: ভারত ৬৬ রানে জয়ী।

ম্যাচ সেরা: রোহিত শর্মা (ভারত)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link