More

Social Media

Light
Dark

দ্য ধোনি ফ্যাক্টর থাকছেই

পর্দা উঠছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। বিশ্বকাপের প্রথম ছয় আসরেই ভারতের হয়ে অধিনায়কত্ব করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। যার মধ্যে ২০০৭ সালে উদ্বোধনী আসরেই ধোনির নেতৃত্বে বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে ভারত। প্রথমবারের মতো এবারের আসরে খেলতে দেখা যাবে না ধোনিকে। তবে আরব আমিরাতে দলের সাথে পরামর্শক হিসেবে থাকবেন তিনি।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মতে দলের সাথে ধোনির থাকাটা বিশ্বকাপের মঞ্চে ভারতকে বাড়তি অনুপ্রেরণা দিবে। বিরাট বলেন, ‘দলের সাথে থাকার ব্যাপারে ধোনি বেশ উচ্ছ্বসিত। যদিও সে সবসময়ই আমাদের জন্য মেন্টর হিসেবেই ছিলো। তাঁর জন্য সুযোগ থাকছে পুনরায় সেটি করার এবং তরুণ ক্রিকেটারদের জন্য বড় পাওয়া যারা ক্যারিয়ারে প্রথমবার মেজর টুর্নামেন্টে খেলছে।’

এর আগ পর্যন্ত হয়ে যাওয়া সবগুলো বিশ্বকাপই খেলেছেন মহেন্দ্র সিং ধোনি, শুধু খেলাই নয় – সবগুলোতেই তিন ছিলেন ভারতের অধিনায়ক। ফলে, তাঁর অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক তিনি। সেই অভিজ্ঞতাটাই এবারও কাজে লাগাতে চায় ভারত।

ads

বিরাট কোহলি বলেন, ‘আমরা তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই; যেটা সে এতো বছর খেলার মাধ্যমে অর্জন করেছে। ট্যাকটিক্যাল বা ছোট ছোট জায়গাগুলোতে আমরা কিভাবে আরো উন্নতি করতে পারি সেদিকে তাঁর অভিজ্ঞতা বেশ কাজে দিবে। আমরাও বেশ খুশি তাঁকে পেয়ে। তাঁর দলের সাথে থাকাটা প্রত্যেককে আরো আত্মবিশ্বাসী করে তুলবে।’

শ্রীলঙ্কার পরামর্শক হিসেবে বিশ্বকাপে কাজ করবে সাবেক লঙ্কান গ্রেট মাহেলা জয়বর্ধনে। একটা সময় ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি মাহেলা-সাঙ্গাদের বিদায়ের পর মুখ থুবড়ে পড়ে লঙ্কান ক্রিকেট। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার মতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহেলার দলের সাথে থাকাটা অনেক বড় প্রাপ্তি সবার জন্য। শানাকা বলেন, ‘তিনি এক কথায় অসাধারণ। ট্যাকটিক্যালি সে সেরা নিঃসন্দেহে। সে আমাদের দলের জন্য অনেক বড় সম্পদ। ‘

অপরদিকে, বাবর আজমের ব্যাট হাতে সাম্প্রতিক ফর্ম প্রতিপক্ষের জন্য বিশ্বকাপে হতে পারে বড় থ্রেট। ওপেনিংয়ে মোহাম্মদ রিজওয়ানও আছেন উড়ন্ত ফর্মে। বাবর আজমের নেতৃত্ব আর ব্যাট হাতে সাম্প্রতিক ফর্ম পাকিস্তানিদের জন্য বিশ্বকাপে যোগ করবে বাড়তি মাত্রা। তাঁর হাত ধরেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন পাকিস্তানের বাবর। ৪৭ গড়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ব্যাট করছেন এই পাকিস্তানি অধিনায়ক। বিশ্বকাপকে সামনে রেখে বাবর বলেন, ‘ভালো পারফরম্যান্স আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। আমি মনে করি আমি ফর্মে আছি। আমি প্রস্তুত এবং আমার পরিকল্পনা এই টুর্নামেন্টকে ঘিরেই। ‘

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শেষে ২৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের খেলা। বিশ্বকাপকে সামনে রেখে প্রত্যেক দলই নিজেদের সেরা প্রস্তুতিটাই নিয়েছে। ২৪ তারিখ মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলের অধিনায়কই আশাবাদী এবারের বিশ্বকাপের নিজেদের সেরাটা দিতে পারলে জিততে পারবেন শিরোপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link