More

Social Media

Light
Dark

শেষ ম্যাচে অবিস্মরণীয় ভারতীয়

ব্যাটসম্যান তৈরির উর্বর ভূমি ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের অনেক কিংবদন্তি ব্যাটসম্যান এসেছেন ভারত থেকে। তাঁদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটের শুরুর দিন থেকেই নিজের জাত চিনিয়েছেন। কেউ আবার একটু সময় নিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে থিতু হতে।

তবে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর বিদায় জানানোটা ভীষণ কষ্টের। এছাড়া একজন ক্রিকেটারের জন্য তাঁর অভিষেক ইনিংস যেমন স্মরণীয় তেমনি তাঁর শেষ ইনিংসও অনেক বিশেষ কিছু। সবাই চান তাঁর শেষ ইনিংসটি নিজের মত করে রাঙিয়ে রাখতে। নিজেদের সর্বশেষ ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ ইনিংস খেলা ভারতীয় ব্যাটসম্যানদের নিয়েই তাই এই আয়োজন।

  • অজয় জাদেজা

ads

ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে বেশ সফল ব্যাটসম্যান অজয় জাদেজা। দেশটির হয়ে ১৯৬ টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৭.৪৭ গড়ে করেছেন ৫৩৫৯ রান। ভারতের অনেক হেরে যাওয়া ম্যাচে জয় এনে দিয়েছিলেন এই ব্যাটসম্যান। ফিল্ডার হিসেবেও দুর্দান্ত ছিলেন তিনি।

এই ক্রিকেটার নিজের শেষ ম্যাচ খেলেছেন ২০০০ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে। ক্যারিয়ারের শেষ ম্যাচেও নিজের সেরাটাই দিয়েছিলেন এই ব্যাটসম্যান। ১০৩ বলে খেলেছিলেন ৯৩ রানের ইনিংস। যদিও সেই ম্যাচে পাকিস্তানের কাছে ৪৪ রানে হেরেছিল ভারত। ম্যাচ ফিক্সিংয়ের খড়গ না নামলে নিশ্চয়ই সেটা তাঁর শেষ ম্যাচ হত না।

  • গগন খোড়া (ভারত)

ঘরোয়া ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ওপেনারদের একজন ছিলেন গগন খোড়া। বয়সভিত্তিক দল, রঞ্জি ট্রফি সব জায়গাতেই নিজেকে প্রমাণ করেছেন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও সুযোগ পেয়েছেন। তবে মাত্র ২ ওয়ানডে ম্যাচেই থেমে যায় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।

নিজের শেষ ম্যাচে কেনিয়ার বিপক্ষে ১২৯ বলে করেছিলেন ৮৯ রান। সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন তিনি।  তবুও এরপর আর কখনো ভারতের হয়ে খেলা হয়নি এই ব্যাটসম্যানের।

  • সৈয়দ আবিদ আলী

ভারতের ক্রিকেটে এক প্যাকেজ ছিলেন সৈয়দ আবিদ আলী। মিডিয়াম পেস করতেন, এছাড়া লোয়ার অর্ডারে ব্যাট হাতেও ছিলেন বেশ কার্যকর। আবার ফিল্ডার হিসেবেও ছিলেন দারুণ।

১৯৬৭-৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। ১৯৭৫ বিশ্বকাপেও ব্যাট বল হাতে দারুণ পারফর্মেন্স করেছিলেন। নিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেখানে ৭ নম্বরে ব্যাট করতে নেমে ৯৮ বলে করেছিলেন ৭০ রান।

  • রাহুল দ্রাবিড়

টেস্ট ক্রিকেটে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। টেস্টে বেশ বড় বড় ইনিংস খেলার জন্যই বিখ্যাত ছিলেন তিনি। দারুণ টেকনিক দিয়ে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন লম্বা সময়।

পাশাপাশি ওয়ানডে ক্রিকেটেও বেশ স্মরণীয় কিছু ইনিংস আছে তাঁর। রাহুল দ্রাবিড় তাঁর ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে। সেখানে ৭৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটসম্যান।

  • সুরিন্দর আমরনাথ

সুরিন্দার অমরনাথ ছিলেন বাঁ-হাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান। ভারতকে টেস্ট ক্রিকেটে নেতৃত্বও দিয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সেই রঞ্জি ট্রফিতে অভিষিক্ত হয়েছিলেন। নিজের অভিষেক টেস্ট ইনিংসেও করেছিলেন সেঞ্চুরি। তবে ওয়ানডে ক্রিকেটে তাঁর ক্যারিয়ারটা খুব বেশি লম্বা হয়নি।

খেলেছিলেন মাত্র ৩ টি ম্যাচ। নিজের শেষ ম্যাচ খেলেছিলেন ১৯৭৮ সালে পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে ৭৫ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটসম্যান।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link