More

Social Media

Light
Dark

শত্রু থেকে সতীর্থ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আমরা আন্তর্জাতিক ক্রিকেটের অনেক প্রতিদ্বন্দ্বীকে দেখেছি একসাথে ক্রিকেট খেলতে। আন্তর্জাতিক ক্রিকেটে যাদের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকে গোটা ক্রিকেট বিশ্ব তাঁদের অনেককেও আমরা দেখেছি আইপিএলে একই দলের হয়ে খেলতে।

কিংবা দুটি ভিন্ন দেশের প্রিয় ব্যাটসম্যান কিংবা বোলারদের একই সাথে খেলতে দেখার সাধও পূরণ করেছে আইপিএল। যেমন শচীন-পন্টিং, কোহলি-ডি ভিলিয়ার্স, ধোনি-পিটারসনদের আমরা দেখেছি একই দলের হয়ে খেলতে। আজকের এই তালিকায়ও আমরা আইপিএলের এমন কয়েকজন সতীর্থকে দেখবো যারা একে অপরের মুখোমুখি হয়েছিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে।

  • মঈন আলী ও রবীন্দ্র জাদেজা

ইংল্যান্ড ও ভারতের দুই কার্যকর অলরাউন্ডার মঈন আলী ও রবীন্দ্র জাদেজা। দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে পাড় করে ফেলেছেন লম্বা সময়। নিজেদের দেশের হয়ে নানা কীর্তিও করেছেন এই দুজন। আন্তর্জাতিক ক্রিকেটের সফল এই দুই অলরাউন্ডার প্রথম একে অপরের মুখোমুখি হয়েছিলেন আরো ১৫ বছর আগে ২০০৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে।

ads

তবে এখন এই দুইজন আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের সতীর্থ। তাঁদের সাথে ওই বিশ্বকাপে চেতেশ্বর পূজারাও ছিলেন। তিনিও এখন খেলছেন চেন্নাইয়ের হয়ে।

  • মুস্তাফিজুর রহমান ও সাঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস)

বর্তমান রাজস্থান রয়্যালস দলের অন্যতম প্রাণভোমরা হলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। অন্যদিকে দলের অধিনায়ক সাঞ্জু স্যামসন। ডেথ ওভারে এই মুস্তাফিজের দিকে তাকিয়ে থাকেন সাঞ্জু।

মজার ব্যাপার হল ২০১৪ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁরা ছিলেন প্রতিপক্ষ। তবে, কখনো মুখোমুখি হননি। ভারতের সেই যুব দলটার সহ-অধিনায়ক ছিলেন সাঞ্জু।

  • রোহিত শর্মা ও কাইরেন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ান্স)

এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে বিশ্বের সফলতম ওপেনারদের একজন রোহিত শর্মা। আক্রমণাত্মক ও ধারাবাহিক ব্যাটিং দিয়ে ইতিমধ্যেই নিজেকে নিয়ে গিয়েছেন বিশ্ব সেরাদের কাতারে। ওদিকে ক্যারিবীয় তারকা কাইরণ পোলার্ডও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেক।

এখন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন রোহিত শর্মা। ওদিকে মুম্বাইয়ে রোহিতে বড় ট্রাম্পকার্ড পোলার্ড। দুইজনই এখন খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তবে এই দুজনই একে অপরের বিপক্ষে খেলেছিলেন ২০০৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে।

  • কেন উইলিয়ামসন ও মানিশ পান্ডে

কেন উইলিয়ামসন বর্তমানে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্বে আছেন। দেশটির ক্রিকেটের সফলতম অধিনায়কদের একজন উইলিয়ামসন। কিছুদিন আগেই তাঁর নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে কিউইরা।

ওদিকে মানিশ পান্ডে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে সেভাবে প্রমাণ করতে না পারলেও ভারতের হয়ে খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি। এই দুইজন ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন নিজ নিজ দেশের হয়ে। এখন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে আছেন উইলিয়ামসন। সেই দলের হয়ে খেলছেন মানিশ পান্ডেও।

  • জয়দেব উনাদকাত ও এভিন লুইস

জয়দেব উনাদকাত ও এভিন লুইস দুজনই নিজ নিজ দেশের হয়ে খেলেছেন ২০১০ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে না পারলেও তিন ফরম্যাটেই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

ওদিকে সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রমাণিত পারফর্মার এভিন লুইস। অনূর্ধ্ব ১৯ দলের এই দুই প্রতিদ্বন্দ্বীও এখন আইপিএলের সতীর্থ। দুজনই এবার আইপিএলে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

  • শ্রেয়াস আইয়ার ও ক্যাগিসো রাবাদা

ক্যাগিসো রাবাদা এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপের বড় শক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই নিজের একটা জায়গা করে নিয়েছেন এই পেসার। শ্রেয়াস আইয়ারও ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন।

২০১৪ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে একে অপরের বিপক্ষে লড়েছিলেন এই দুইজন। এখন অবশ্য দুজনই খেলছেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বেও আইপিএলে খেলেছেন রাবাদা।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link