More

Social Media

Light
Dark

আইপিএলে ফিফটির ঝড়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট দুনিয়ায় এক নতুন মাত্রা যোগ করেছে। এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে অনেক আলোচনা-সমালোচনা থাকলেও এটি এড়িয়ে যাবার সুযোগ নেই একদমই। ভারতের অনেক তরুণ ক্রিকেটাররা উঠে আসছে এই আইপিএলের মাধ্যমে। আবার বিশ্বের অনেক নামী দামী ক্রিকেটারও খেলতে আসছেন এই ক্রিকেট লিগে।

সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের এক মহাযজ্ঞ বসে এই লিগে। চার-ছক্কার জোয়ারও হয় খুব স্বাভাবিকভাবেই। দ্রুত রান তোলাটাই টি-টোয়েন্টি ক্রিকেটের প্রধান লক্ষ্য। যত কম বল খেলে বড় ইনিংস খেলতে পারবেন, ততই এখানে আপনাকে নিয়ে আগ্রহ বাড়বে। এই তালিকায় আমরা দেখব আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরিগুলোকে।

  • ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

আইপিএল তথা বিশ্বক্রিকেটের ইতিহাসেই এক দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল। তিনি ব্যাট হাতে নামা মানেই যেনো বাইশ গজে চার-ছয়ের জোয়ার। দৌঁড়ে নয়, বাউন্ডারি দিয়ে রান তুলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ফলে দ্রুততম হাফ সেঞ্চুরির এই তালিকায় ক্রিস গেইলের না থাকাটাই একটা বড় বিস্ময়কর ঘটনা হতো।

ads

আইপিএলের পঞ্চম দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক তিনি। ২০১৩ সালে মাত্র ৬৬ বলে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেখানে ৫০ রান করেছিলেন মাত্র ১৭ বলেই। তখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেন গেইল।

  • সুরেশ রায়না (ভারত)

আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইন আপের বড় ভরসার নাম সুরেশ রায়না। তবে, জাতীয় দলে যতটা না ছিলেন, আইপিএলের মঞ্চে তিনি আরো বড় ব্যাপার। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি এই আসরের অন্যতম সেরা তারকা তিনি।

আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা একটি ইনিংসও এসেছে তাঁর ব্যাট থেকেই। মাত্র ২৫ বলে সেদিন করেছিলেন ৮৭ রান। পাঞ্জাবের বিপক্ষে সেই ম্যাচে ২২৭ রানের বিরাট টার্গেট তাড়া করতে নেমেছল চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে রায়না হাফ সেঞ্চুরি করেন মাত্র ১৬ বলে।

  • সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)

ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারকে এই তালিকায় দেখে খানিকটা অবাক হচ্ছেন? যদিও পিঞ্চ হিটার হিসেবে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন তিনি। কলকাতার হয়ে বেশ অনেকবারই ওপেন করতে দেখা গিয়েছে তাঁকে। নারাইন ২০১৭ সালে বেঙ্গালুরুতে এই দ্রততম হাফ সেঞ্চুরি করার কীর্তি গড়েন।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৭ বলে করেছিলেন ৫৪ রান। তাঁর হাফ সেঞ্চুরি করতে লেগেছিল মাত্র ১৫ বল। কলকাতা নাইট রাইডার্স নারাইনকে নিয়ে যে জুয়া খেলে – সেটা প্রায়ই কাজে লেগে যায়।

  • ইউসুফ পাঠান (ভারত)

আমাদের এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছে আইপিএল তারকা ইউসুফ পাঠান। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডারের্সর হয়ে এই কীর্তি করেন তিনি।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ইউসুফ খেলেছিলেন ২২ বলে ৭২ রানের ইনিংস। তাঁর সেই ইনিংসে মাত্র ১৪ ওভারেই জয়ের বন্দরে পৌছে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ইনিংসে ইউসুফ হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন মাত্র ১৫ বলে।

  • লোকেশ রাহুল (ভারত)

এই মুহুর্তে সাদা পোশাকে ভারতের অন্যতম সেরা ওপেনারদের একজন লোকেশ রাহুল। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ কার্যকর এই ব্যাটসম্যান।

আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করার কীর্তি আছে এই ব্যাটসম্যানের ঝুলিতে। ২০১৪ সালে দিল্লী ডেয়ারডেভিলসের (বর্তমান দিল্লী ক্যাপিটালস) বিপক্ষে এই রেকর্ড করেছিলেন তিনি। হাফ সেঞ্চুরি করেছিলেন মাত্র ১৪ বলে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link