More

Social Media

Light
Dark

কোহলির দোষগুণ

ভারত ও বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে সফল ব্যাটসম্যান হলেন ভারতের বিরাট কোহলি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি – ক্রিকেটের তিন ফরম্যাটেই ৫০-এর উপর গড় নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন। তিন ফরম্যাটেই তিনি সেরাদের সেরা। অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। তবে সম্প্রতি বড় ইনিংস খেলতে না পারার আলোচনাও আছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে নিজের চেনা রূপে নেই এই ব্যাটসম্যান।

কোহলি যে বিশ্ব সেরা ব্যাটসম্যান তা নিয়ে কোনো সন্দেহ নেই কারোরই। সব ক্রিকেট বোদ্ধাই এই ব্যাটসম্যানের প্রশংসা করতে বাধ্য। তবে কেন হঠাৎ করে  বড় ইনিংস খেলতে পারছেন না এই ব্যাটসম্যান তাঁর কারণ খুজে বের করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান রমিজ রাজা। আবার ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন কেন এখনও কোহলিই সেরা, কোহলির কোন বৈশিষ্ট্য তাঁকে নিয়ে গেল সেরাদের কাতারে।

বিক্রম রাঠোর এক সাক্ষাৎকারে তাঁর শিষ্যকে নিয়ে বলেন, ‘বিরাট নি:সন্দেহে বিশ্বের সেরা। তাঁর রেকর্ডই কথা বলবে। যেই ধরনের ধারাবাহিকতা সে দেখিয়েছে তা অসাধারণ। আমার মতে বিরাটের সবচেয়ে বড় কোয়ালিটি ওর মানিয়ে নেয়ার ক্ষমতা। সে যেকোনো মুহুর্তে তাঁর গিয়ার শিফট করে ম্যাচের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে।’

ads

২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘২০১৬ সালের আইপিএলে বিরাট চারটি সেঞ্চুরি করলো। ওই আসরে সে ৪০ টার বেশি ছয় মেরেছিল। তাঁর ব্যাটিং স্ট্রাইকরেট ছিল ১৫০ এর বেশি। আমরা তারপরই ওয়েস্ট ইন্ডিজে গেলাম টেস্ট খেলতে। সেখানে বিরাট কোহলি যিনি আইপিএলে ৯০০ রান করে এসেছেন সে প্রথম টেস্টে নেমই ডাবল সেঞ্চুরি করে ফেললো। ওই ইনিংসের একটা বলও সে হাওয়ায় উড়িয়ে খেলেনি। এটাই কোহলিকে বিশ্বসেরা করেছে।’

তবে ২০১৯ সালের পর আর সেঞ্চুরির দেখা পাননি এই ব্যাটসম্যান। গত ৪৪ ইনিংসে তাঁর ১৭ টি হাফ সেঞ্চুরি আছে। তবে এর একটিকেও সে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। টেস্ট ক্রিকেটে যেনো আরো খারাপ সময় যাচ্ছে কোহলির। সেখানে ১২ ইনিংসে মাত্র ২৪ গড়ে তিনি করেছেন ২৮৮ রান। রমিজ রাজা কোহলির ব্যাটিং এর সমস্যা নিয়ে কথা বলেছেন গনমাধ্যমে।

তিনি বলেন, ‘এই সময়ে তাঁর ব্যাটিং আমি লক্ষ্য করেছি। সে লেগ সাইডে ক্রস ব্যাটে খেলতে চেষ্টা করছে। সে যদি পজিশন ঠিক রেখে সোজা ব্যাটে খেলে তাহলেই আরো তাঁর কোনো সমস্যা হবার কথা না। যাইহোক, সে জানে তাঁকে কী করতে হবে। তাই তাঁকে নিয়ে চিন্তা করার কিছু নেই।’

সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার মনে করেন, কোহলি নিজের ওপর একটু বেশিই চাপ নিচ্ছেন। তিনি বলেন, ‘কখনো কখনো আপনি একটু বেশি চিন্তা করেন, নিজের উপর বাড়তি চাপ নিয়ে নেন। এমন হতেই পারে। প্রথম ২০-২৫ ওভার কিন্তু সে সোজা ব্যাটেই খেলছে। সে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই ভালো খেলতে পারে।’

বিশ্বসেরা ব্যাটসম্যানকে তো আর বোঝানোর কিছু নেই। কোহলি হয়তো দ্রুতই সেঞ্চুরি করবেন। টেস্ট ক্রিকেটেও হয়তো তাঁর চেনা রূপেই ফিরবেন শীঘ্রই। সেই আশাতেই গোটা ক্রিকেট বিশ্ব।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link