More

Social Media

Light
Dark

সোমবার ফিরছেন সাকিব, আগামী সপ্তাহে বিসিবির সহায়তায় অনুশীলন

অপেক্ষার অবসান হতে চলেছে। সোমবার ৩১ আগস্ট ঢাকায় আসবেন সাকিব। এরপর আগামী পাঁচ কিংবা ছয় আগস্ট থেকে বিকেএসপিতে শুরু করবেন অনুশীলন। খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব ফেরার লড়াইয়ে পাশে পাবে বিসিবিকে। বিসিবি অনুশীলনের ব্যাপারে সহায়তা করবে বিসিবিকে। এই ব্যাপারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞা পান সাকিব। যদিও, এর বড় একটা সময় করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়েই বন্ধ ছিল ক্রিকেট।

ads

নিষেধাজ্ঞার বড় একটা সময় সাকিব পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। এই সময় দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন তিনি। নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯ অক্টোবর। সেই সময় শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। বিসিবি আশা করছে দ্বিতীয় টেস্ট থেকেই খেলতে পারবেন সাকিব। খেলবেন টি-টোয়েন্টি সিরিজও।

বিকেএসপিতে সাকিবের এবারের অনুশীলনটা হবে ভিন্নরকম। একে তো অনেকদিন পর ফিরবেন, তার ওপর আকসুর গাইডলাইন মেনে পুরোটাই হবে গণমাধ্যমকে আড়াল করে।

বিকেএসপিতে তাঁর অনুশীলন হবে নাজমুল আবেদীন ফাহিমের তত্ত্বাবধান অনুযায়ী। প্রয়োজন মনে করলে, আইসিসির গাইডলাইন মেনেই চাইলে জাতীয় দলের কোচ পাঠানোরও সুযোগ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link