More

Social Media

Light
Dark

আক্ষেপের নাম আইপিএল ট্রফি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কাউকে যেমন দিয়েছে দু’হাত ভরে তেমনি কাউকে ফিরিয়েছে শূন্য হাতে। তাইতো মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার শিরোপার দেখা পেলেও পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিংবা দিল্লী ক্যাপিটালসের মতো দলগুলো এখনো দেখা পায়নি পরম আরাধ্য ট্রফির।

ফলে যেটা হয় – এই আলোচিত দলগুলোর সাথে সাথে আলোচিত অনেক ক্রিকেটারও তাই জিততে পারেননি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা। এবারের আলোচনায় তারাই থাকছেন যারা এক দশকের চেষ্টার পরও কোনো আইপিএল শিরোপা জিততে পারেনি।

  • বিরাট কোহলি

ads

বিরাট কোহলিই এই তালিকার একমাত্র ক্রিকেটার যিনি কিনা আইপিএলের প্রথম আসর থেকেই একই দলের হয়ে খেলছেন এবং প্রতিবছরই পারফর্ম করে যাচ্ছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের হয়ে ২০০৯,২০১১ এবং ২০১৬ সালে ফাইনালে খেললেও এখনো ট্রফি হাতে তুলতে পারেননি কোহলি।

  • এবি ডি ভিলিয়ার্স

বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স অনেকদিন ধরেই ব্যাঙ্গালুুরু দলের প্রাণভোমরা। ২০১১ সালে আরসিবিতে যোগদানের আগে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমান দিল্লী ক্যাপিটালস) তিন মৌসুম ছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু একবারও ট্রফি জেতার সুযোগ হয়নি তাঁর।

  • ক্রিস গেইল

বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের সাবেক ব্যাঙ্গালুরু সতীর্থ ক্রিস গেইল সম্ভবত টি-টোয়েন্টি ইতিহাসেরই সর্বকালের সেরা ক্রিকেটার। গেইল এখনো পর্যন্ত আইপিএলে তিনটি দলের হয়ে খেলেছেন। প্রথম তিন মৌসুমে কলকাতার হয়ে খেলার পর ২০১১ সালে যোগ দেন ব্যাঙ্গালুরু। সেখানে টানা সাত মৌসুম খেলেন, এর মধ্যে দুটি আসরে ফাইনালও খেলেন। কিন্তু ট্রফি জিততে পারেননি। ২০১৮ সালে যোগ দেন পাঞ্জাবে; সেখানে এখনো পর্যন্ত নকআউটে কোয়ালিফাই করতে পারেনি গেইলের দল। টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত গেইলের আইপিএল না জেতা দুর্ভাগ্যজনক।

  • অমিত মিশ্র

আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছেন লেগ স্পিনার অমিত মিশ্র। আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি এখনো কোনো আইপিএল ট্রফি জিতেননি। ২০১১ সালে ডেকান চার্জার্সে যোগদানের পূর্বে তিন মৌসুম তিনি কাটান দিল্লীর হয়ে। ডেকান চার্জাসে দুই মৌসুম কাটিয়ে তিনি যোগ দেন সানরাইজার্স হায়দ্রাবাদে। সেখানে ২০১৩ ও ২০১৪ মৌসুম কাটিয়ে পুনরায় যোগ দেন দিল্লিতে। ২০১৫ সাল থেকে এখনো দিল্লিতেই আছেন। গত আসরে দিল্লীর হয়ে ফাইনাল খেললেও এখনো ট্রফি জিততে পারেননি তিনি।

  • আজিঙ্কা রাহানে

আজিঙ্কা রাহানে ভারতীয় টেস্ট দলের নিয়মিত মুখ হলেও আইপিএল খেলে আসছেন শুরু থেকেই। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা রাহানে ২০১১ সালে যোগ দেন রাজস্থান রয়্যালসে। মাঝে ফিক্সিংয়ে দায়ে রাজস্থান নিষিদ্ধ হলে তিনি দুই সিজন কাটান রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে এবং তাদের হয়ে ফাইনালও খেলেন তিনি।২০২০ সালে তিনি দিল্লিতে যোগ দিলেও এখনো পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জেতা হয়নি তার।

  • অশোক ডিন্ডা

পেসার অশোক ডিন্ডা আইপিএল ক্যারিয়ারে পাঁচটি ফ্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন।শুরুর তিন আসর কলকাতায় কাটিয়ে তিনি যোগ দেন দিল্লিতে।দিল্লির তাঁবুতে এক মৌসুম কাটিয়েই যোগ দেন পুনে ওয়ারিয়র্সে। এরপর দুই সিজন করে কাটান ব্যাঙ্গালুরু এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসে। এতগুলো দলে খেললেও এখনো একবারও  ট্রফি জিতেননি ডিন্ডা।

  • মানদ্বীপ সিং

ভারতের হয়ে মাত্র তিন ম্যাচ খেললেও আইপিএলের নিয়মিত মুখ মানদ্বীপ সিং। মানদ্বীপ তার আইপিএল ক্যারিয়ার শুরু করেন কলকাতার হয়ে, ২০১০ মৌসুমে। তারপর তিন মৌসুম ছিলেন পাঞ্জাবে। এরপর ব্যাঙ্গালোরের হয়ে তিন  সিজন খেললেও এখন আবার ফিরে এসেছেন পুরনো দল পাঞ্জাবে। দশ বছর কেটে গেলেও এখনো কোনো আইপিএল জয়ী দলের অংশ হতে পারেননি মানদ্বীপ।

  • স্টুয়ার্ট বিনি

ভারতের সাবেক এই অলরাউন্ডারের আইপিএল ক্যারিয়ার শুরু হয় ২০১০ মৌসুম দিয়ে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।তারপর যোগ দেন রাজস্থান রয়্যালসে,সেখানে কাটান চার বছর। এরপর মাঝে দুই বছর ব্যাঙ্গালুরুতে কাটিয়ে পুনরায় যোগ দেন রাজস্থানে। এই আসরে কোনো দলে ছিলেন নাহ বিনি। দশ বছর খেললেও এখনো ট্রফি জিততে পারেননি এই অলরাউন্ডার।

ইশান্ত শর্মা

ভারতের এই এক্সপ্রেস ফাস্ট বোলার ছয়টি দলে খেললেও আইপিএল ট্রফি জিততে পারেননি একবারও।শুরুটা করেন কলকাতা দিয়ে। সেখানে তিন সিজন কাটিয়ে দুই মৌসুম করে খেলেন যথাক্রমে ডেকান চার্জার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। ২০১৬ মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টস এবং ২০১৭ তে খেলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। এরপর যোগ দেন দিল্লী ক্যাপিটালসে। দিল্লীর হয়ে গত আসরের ফাইনালও খেলেন তিনি।

  • ডেল স্টেইন

দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেসার বেশ কয়েকটি দলে খেললেও এখনো পর্যন্ত আইপিএল ট্রফি জিততে পারেননি। আইপিএলের প্রথম তিন আসরে তিনি খেলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। এরপর যোগ দেন ডেকান চার্জার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদে। দুই দলেই তিনি দুই মৌসুম করে কাটান। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের হয়ে খেলে পুনরায় যোগ দেন ব্যাঙ্গালুরুতে। আইপিএলে তার সর্বোচ্চ সাফল্য ২০০৯ সালে আরসিবির হয়ে ফাইনাল খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link