More

Social Media

Light
Dark

নিজে ঠকে হলেও ভালবাসার প্রতিদান দিন

প্রিয় মুস্তাফিজুর রহমান,

২০১৫ সালের বিশ্বকাপের পর আপনাকে পেয়ে যতটা ধন্যি-ধন্যি চারদিকে পড়ে গিয়েছিল ততটা ধন্য আজও আপনি বাংলাদেশকে করতে পারেননি! এটি একটি ব্যর্থতা বটে।

নিউজিল্যান্ডে এই সেদিনও কি বাজে বোলিংটাই না করেছেন আপনি, আর আইপিএলে এত বদলে গেলেন কিভাবে? খুব জানতে ইচ্ছে করে একটা ফ্রাঞ্চাইজিতে কি সুবিধা রয়েছে, যা আমাদের জাতীয় দলে নেই? ২০১৫ থেকে ১৭’র মুস্তাফিজ কোথায় হারালো? এখন আবার ফিরে আসার রহস্য কি? অস্ট্রেলিয়ান ফার্স্ট বোলিং কোচ রব ক্যাসেল কোন টোটকা দিয়েছেন, যা দিতে ব্যর্থ হয়েছেন ওটিস গিবসন?

ads

আপনাদের সবশেষ ম্যাচে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে জস বাটলার অবিশ্বাস্য ব্যাটিং করেছেন, সেঞ্চুরি মেরেছেন; কিন্তু আসল হিরো তো আপনিই! ওরকম রানপ্রসবা উইকেটে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট, যেকোনো পেসারের জন্য রীতিমতো স্বপ্ন! আপনার প্রতিপক্ষ দলে খেলেছে ভুবনেশ্বর কুমার। ৩৭ রান দিয়ে ও উইকেট শুন্য ছিল।

কিন্তু দ্যাখেন, টেস্ট ক্রিকেটে ২৬ গড়ে ওর ৬৩ উইকেট রয়েছে, ৫ উইকেট ৪ বার; ইনজুরিতে না পড়লে সংখ্যাটা আরও সমৃদ্ধ হত! তার মানে ভারত ওর কাছ থেকে কিছু পেয়েছে, ভবিষ্যতেও পাবে! ভাই সাহেব, টেস্টে আপনার ৫ উইকেট জানি কয়টা? ৭ বছর ধরে খেলছেন, অথচ টেস্টে আপনার একটাও ৫ উইকেট নেই! আপনার তো বরং হ্যাডলি-কপিল-মুরালিধরনের মত সুবিধা পাওয়ার কথা। অন্যপাশে উইকেট শিকারী বোলারের অভাবকে কাজে লাগিয়ে নিজের সংখ্যা বাড়ানোর সুবর্ণ সুযোগ! সেটিও পারেননি।

ট্রেন্ট বোল্ট-মিচেল স্টার্করা কোথায়, আর আপনি কোথায়? আপনার হাতের ভয়ংকর কাটার ওদের নেই; কিন্তু ওদের ডানহাতি ব্যাটসম্যানের জন্য ইনকামিং বল আছে, ওরা দু’পাশেই সুইং করাতে পারে। নতুন-পুরনো সব বলেই ওরা সমান কার্যকর! উইকেটে কাটার ধরলে আপনি ওদের চেয়েও ভয়ংকর। সেটি এবার দেখলেন কেন উইলিয়ামসন নিজেই।

স্লোয়ারের পর স্লোয়ার টানা, তো সেরা অস্ত্রটিকে আরও ধারালো করেন, সাথে আরও কিছু বৈচিত্র্য বাড়ান আপনার বোলিংয়ে। আমি নিশ্চিত আইপিএলের আগে আপনার যে ফর্ম ছিল রাজস্থান এতটা আপনার কাছ থেকে আশা করেনি!

আপনি যখন আইপিএলে ফাটাচ্ছেন, তখন আপনারই দেশের তিন পেসার পাল্লেকেলেতে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান উৎসব আটকাতে পারেনি! উইকেটে স্পিন ধরবার আগেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ, এখন হারের মুখে! আপনার খারাপ লাগছে না?

এদেশের ক্রিকেট সংস্কৃতি বনেদি হতে পারেনি আজও! আপনাদের মত প্রতিভারাই পারেন টেনে তুলতে, কুলীন পরিবারের সম্ভ্রান্ত আসনে বসাতে। ভুলে যাবেন না কোটি মানুষের ভালোবাসার জায়গা টাইগারদের উইলো-চেরির ঠোকাঠুকি, প্রয়োজনে নিজে ঠকেও সেই ভালোবাসার প্রতিদান দিন। স্বরুপে ফিরে স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠুন।

আপনাকে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link