More

Social Media

Light
Dark

অ্যালিস্টেয়ার কুক এখনও সেঞ্চুরি করছেন!

আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাইরের ক্রিকেট যারা সেভাবে অনুসরণ করেন না, তাঁদের অনেকের হুটহাট মনে হতেই পারে, আচ্ছা অ্যালিস্টেয়ার কুক এখন কি করছেন?

তাঁদের জন্য উত্তর হল সহজ – স্যার অ্যালিস্টেয়ার কুক এখনও সেঞ্চুরি করছেন!

আরো পড়ুন

সদ্যই উস্টারশায়ারের বিপক্ষে চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ২৬৩ বলে ১১৫ রানের ইনিংস খেলেছেন কুক। প্রথম শ্রেণির ক্রিকেটে যা তার ৬৮ তম সেঞ্চুরি!

ads

হ্যাঁ, আপনার মনে এখন যে প্রশ্ন উঁকি দিচ্ছে, সেটিও সত্যি। বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির সেঞ্চুরি স্যার কুকেরই।

৫২ সেঞ্চুরি নিয়ে কুকের পর আছেন হাশিম আমলা। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনিও খেলছেন এবং সারের হয়ে আজকে হ্যাম্পশায়ারের বিপক্ষে অপরাজিত আছেন ৫৯ রানে।

নিকট অতীত বিবেচনায় নিলে, শিবনারায়ন চন্দরপল ৭৭ সেঞ্চুরি নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষ করেছেন ২০১৮ সালে।

এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি চেতেশ্বর পুজারার, ৫০ টি।

প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড নিশ্চয়ই প্রায় সবাই জানেন। ক্রিকেটের সবেচয়ে বিখ্যাত রেকর্ডগুলির একটি এটি, স্যার জ্যাক হবসের ১৯৯ সেঞ্চুরি।

স্যার কুকের দিকে ফেরা যাক। এমন নয় যে আজকে হুট করেই সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আড়াই বছর আগে, কিন্তু বয়স তো এখনও মোটে ৩৬! এখন মনে হচ্ছে, একটু আগেই বিদায় বলে ফেলেছেন তিনি।

অল্প বয়সে ক্যারিয়ার শুরু এই কুকের। প্রায় সাড়ে ১২ বছরের লম্বা ক্যারিয়ারেই ১৬১ টেস্টের বর্ণাঢ্য ভ্রমণ শেষে বেশ অল্প বয়সেই অবসর। কিন্তু কাউন্টিতে নিয়মিতই পারফর্ম করছেন। গত মৌসুমেও কাউন্টির বদলে হওয়া বব উইলিস ট্রফিতে ৫৬.৬৩ গড়ে করেন টুর্নামেন্টের সর্বোচ্চ ৫৬৩ রান। ফাইনালে ১৭২ রানের ইনিংস খেলে কাউন্টি দল এসেক্সের শিরোপা জয়ে রাখেন বড় অবদান, তার আগের বছর (২০১৯) কাউন্টি চ্যাম্পিয়নশিপে করেন তৃতীয় সর্বোচ্চ ৯১৩ রান।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও রান করা ছাড়েননি ‘মাস্টার শেফ’ কুক, স্যা অ্যালিস্টেয়ার নাথান কুক।

– ফেসবুক থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link