More

Social Media

Light
Dark

পাকিস্তান ‘ত্রুটি’ ধরতে পেরেছে জিম্বাবুয়ে

সাবেক পাকিস্তানি কিংবদন্তি পেসার সরফরাজ নওয়াজ ক্ষেপেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের সদ্য শেষ হওয়া সিরিজ জয় নিয়ে তিনি কড়া বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এই সিরিজ জয়ের পরেও পাকিস্তানের বেশ কিছু দুর্বলতা ধরা পড়েছে, সহজেই পাকিস্তানের ত্রুটি ধরে ফেলতে পেরেছে জিম্বাবুয়ে। সামনেই ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এর আগে এগুলো ঠিক করতে হবে – এমন হুশিয়ারিও দিয়েছেন তিনি।

সিরিজ নির্ধারনী শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২৪ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। তবে, গণ্ডগোল হল, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৯ রানে হারায় স্বাগতিকরা। অপরদিকে, প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীদের কাছে ১১ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে মাত্র ৯৯ রানে গুড়িয়ে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয় পায় জিম্বাবুয়ে।

পাকিস্তানের জন্য টানা দ্বিতীয় সিরিজ জয় ছিলো এটি। প্রথমে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩-১ এ টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়। তবুও রিভার্স স্যুইংয়ের জনক খ্যাত সরফরাজ নওয়াজ বলছেন দল ধারাবাহিক ছিল না।

ads

তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচেই সহজে জেতা উচিত ছিলো। মিডল অর্ডার টানা ব্যর্থ হয়েছে।’

এছাড়া সাবেক দুই ব্যাটসম্যান ও বর্তমানে দলের কোচিংয়ের দায়িত্বে থাকা ইউনুস খান ও মিসবাহ উল হককে ইঙ্গিত করে বলেন, ‘টিম ম্যানেজমেন্ট ও এই ব্যর্থতা (মিডল অর্ডারে) এড়াতে পারে না। আপনি এভাবে বড় দলের সাথে জিততে পারবেন না শুধুমাত্র ওপেনারদের (বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান) উপর ভরসা করে। আপনার অবশ্যই শক্তিশালী এবং ডিপেন্ডেবল মিডল অর্ডার প্রয়োজন।’

৭২ বছর বয়সী সাবেক এই পেসার মিডল অর্ডারে হায়দার আলী ও আসিফ আলীর উপর ভরসা করতে পারছেন না। তিনি বলেন, ‘হায়দার ও আসিফ এই অবস্থানে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য যথেষ্ট ভালো নয়। অলরাউন্ডার ফাহিম আশরাফকেও আরো উন্নতি করতে হবে এবং ধারাবাহিক হতে হবে।’

সরফরাজ আহমেদ

লম্বা ক্যারিয়ারে সরফরাজ নওয়াজ খেলেছেন ৫৫ টেস্ট ও ৪৫টি ওয়ানডে। ৫৫ টেস্টে ১৭৭ আর ৪৫ টেস্টে শিকার করেছেন ৬৩ উইকেট। তিনি স্পিডস্টার হাসান আলীর জন্য প্রশংসা করেছেন। তিনি বলেন, ডেথ ওভারে সে বেশ ভালো। সে সবসময় শুরুর দিকে রান দিলেও তার দ্বিতীয় স্পেলে ও দারুণ বল করছে, রিভার স্যুইংটা ভালো ভাবে নিয়ন্ত্রণ করতে পারছে৷’

যদিও ১৫ বছর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সরফরাজ মনে করেন, শাহীন শাহ আফ্রিদির আরো উন্নতির সুযোগ আছে। বললেন, ‘হাসান আলীর সাথে সাথে ডেথ ওভারে শাহীন শাহ আফ্রিদিকে আরো ভালো করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link