More

Social Media

Light
Dark

ব্যাক টু ব্যাক

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকতা রক্ষা করা ভীষণ কঠিন কাজ। ম্যাচে ছোট কোনো ভুল কিংবা মাত্র ২-৩ ওভারেই বদলে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য। তাই এই ফরম্যাটে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। সেক্ষেত্রে ধারাবাহিকভাবে কোনো আসরে ভালো করে যাওয়াও বেশ কষ্টসাধ্য।

এখন অবধি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দেশ পরপর দুইবার চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কয়েকটি দল পরপর শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের এমনই কিছু দল নিয়ে আজকের আয়োজন।

  • চেন্নাই সুপার কিংস

ads

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর অন্যতম ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। তাঁদের এই ধারাবাহিকতার অন্যতম কারণ তাঁদের মূল ৫-৬ জন নিয়মিত ক্রিকেটার। এই কয়েকজন ক্রিকেটার টানা অনেক বছর ধরেই খেলছে চেন্নাইয়ের হয়ে। তাছাড়া চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও তাঁদের এই সাফল্যের অন্যতম।

আইপিএলের তৃতীয় আসরে প্রথম শিরোপা জয় করে চেন্নাই। তারপরের বছরও এই আসরের শিরোপা জয় করে দলটি। ফলে ২০১০ ও ২০১১ টানা দুই বছর এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় চেন্নাই।

  • ঢাকা গ্ল্যাডিয়েটরস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) এর প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা। তাঁদের এই সাফল্যের অন্যতম কারণ ছিলেন তাঁদের প্রথম আসরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাঁর অসাধারণ নেতৃত্বে বিপিএলের প্রথম আসরেই শিরোপা জয় করে ঢাকা। পরের আসরেও মাশরাফি ঢাকার হয়েই খেলেছেন। তবে এবার তাঁদের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। ফলে ২০১২ ও ২০১৩ পরপর দুইবছর এই টুর্নামেন্ট জয় করে দলটি।

  • পার্থ স্কর্চার্স

পার্থ স্কর্চার্স বিগ ব্যাশের প্রথম দল যারা পরপর দুইবার শিরোপার স্বাদ পায়। ২০১৩ ও ২০১৪ সালে টানা  দুই বছর তাঁরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। পার্থ এর সফল্যের মূল কারণ তাঁদের ধারবাহিক বোলিং পারফর্মেন্স। চার-ছক্কার এই ফরম্যাটেও তাঁদের বোলাররা তাঁদের জন্য অনেক জয় এনে দয়েছে।

  • মুম্বাই ইন্ডিয়ান্স

মুম্বাই ইন্ডিয়ান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে ধারাবাহিক দল। ২০১৩ সালে তাঁরা প্রথম আইপিএল শিরোপা জয় করে। এরপর মোট ৫ বার তাঁরা এই লিগের চ্যম্পিয়ন হয়। ২০১৯ ও ২০২০ সালে টানা দুইবার তাঁরা আইপিএলের শিরোপা জয় করে। তাঁদের এই সাফল্যেরও অন্যতম কারণ তাঁদের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে তাঁর অধিনায়কত্ব বেশ প্রশংসনীয়। এবার শিরোপা জিততে পারলে পরপর তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হবার সুযোগ থাকবে দলটির।

  • সিডনি সিক্সার্স

বিগ ব্যাশের শেষ দুই আসরের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স। ২০১৯ ও ২০২০ এই দুই বছর টানা শিরোপা জয় করে দলটি। তাঁদের দলটিও শিরোপা জয়ের জন্য বেশ শক্তিশালি। তাঁদের ওপেনিং জুটি এবং শক্তিশালী বোলিং লাইন আপ তাঁদের অনেক ম্যাচ জিততে সাহায্য করেছে। সিডনি সিক্সার্স এই তালিকার সর্বশেষ সংযোজন।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link