More

Social Media

Light
Dark

ক্রিকেটে ফিরতে তর সইছে না সাব্বিরের

পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। গেল মাস থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। তবে সময় বাড়ার সাথে-সাথে অনুশীলনে ক্রিকেটারদের তালিকা বড় হচ্ছে। সেই তালিকায় নাম তুলেছেন হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।

দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে খুশি সাব্বির। দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তর সইছে না তাঁর। সংবাদমাধ্যমকে সাব্বির বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেট না হলেও, আশার আলো দেখা যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট ম্যাচ খেলেছে।’

বাংলাদেশও অপেক্ষায় আছে আন্তর্জাতিক ক্রিকেটের। সাব্বির বলেন, ‘সব খেলোয়াড়ই তাকিয়ে আছে কবে খেলা শুরু হবে সেদিকে। মাঝে-মাঝে তারা হতাশাও প্রকাশ করেছে। কিন্তু ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান যখন মাঠে খেলেছে, তখন আশা করা যাচ্ছে, অন্তত খেলা তো শুরু হয়েছে।’

ads

দ্রুতই মাঠে খেলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাব্বির। তিনি বলেন, ‘আশা করছি, সব ঠিকঠাক থাকলে আমরা খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবো। এজন্যই আমরা অনুশীলন করছি। আমরা খেলার জন্য খুব উদগ্রীব হয়ে আছি। এজন্য ফিট হতে আমরা কঠোর পরিশ্রম করছি।’

করোনার কারণে গৃহবন্দী ছিলেন ক্রিকেটাররা। তবে এ সময় ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে গাইডলাইন দিয়েছে বিসিবি। সেগুলো অক্ষরে-অক্ষরে পালন করেছেন বলে জানান সাব্বির। তিনি বলেন, ‘আমি ২৫ মার্চ আমার বাড়ি রাজশাহীতে চলে গিয়েছিলাম এবং বাসায় থেকে বিসিবির গাইডলাইন অনুসরণ করেছি। রাজশাহীতে অনুশীলনের সুযোগ পাইনি। করোনার কারণে নিজেকে বন্দী রেখেছিলাম। পরিবারের সঙ্গে হোম কোয়ারেন্টাইনে ছিলাম। বাসায় কিছু জিম ওয়ার্ক করেছি। পরে রাজশাহীর ইনডোরে কাজ করেছি। সেখানে যখন কেউ থাকত না তখন একা গিয়ে অনুশীলন করেছি। এছাড়া ক্লেমনের একটি জিম আছে। সেখানে একাই সন্ধ্যায় বা সকালে জিম করেছি। এছাড়া ইনডোরে ব্যাটিং-বোলিং করেছি।’

প্রায় পাঁচ মাস পর হোম অব ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত সাব্বির। তিনি বলেন, ‘প্রায় পাঁচ মাস পর এখানে এসেছি। অনুভূতি প্রকাশ করতে পারবো না, খুব ভালো লাগছে। এখানকার সুযোগ-সুবিধা ও পরিবেশ চমৎকার। আমরা এখানে ওয়ান বাই ওয়ান অনুশীলন করছি ও সামাজিক দূরত্ব বজায় রাখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link