More

Social Media

Light
Dark

লক্ষ্য সেঞ্চুরি ও পাঁচ উইকেট

দেশের হয়ে সাকিব আল হাসান সব ফরম্যাট মিলিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন ২১ বার এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করেছেন চার বার। তবে ম্যাচে সেঞ্চুরির সাথে পাঁচ উইকেট শিকার করেছেন দুই বার; এবং সেই  দুই বারই ছিলো টেস্টে। এবার টি-টোয়েন্টিতেও ম্যাচে সেঞ্চুরির সাথে পাঁচ উইকেট শিকার করতে চান এই অলরাউন্ডার।

আর সাকিব এই কীর্তি গড়তে চান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরেই। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ‘১০এস’ নামক র‍্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্বে সাকিব জানিয়েছেন এবারের আইপিএল নিয়ে নিজের বিভিন্ন লক্ষ্যের কথা।

ads

সাকিব বলেন, ‘এই মৌসুমে দলের জয়ে অবদান রাখতে চাই। যে রেকর্ডটি করতে চাই সেটা হচ্ছে এক ম্যাচ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার রেকর্ড। প্রতি বছরই আইপিএল থেকে নতুন কিছু না কিছু শিখছি। জোফরা আর্চারকে এই মৌসুমে খেলতে মুখিয়ে ছিলাম, যদিও সে চোটে পড়েছে। আরেক জন হচ্ছে প্যাট কামিন্স, যাকে আমি নেটে অনেক বেশি মোকাবেলা করার সুযোগ পাবো।’

আসন্ন আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ান মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে মুখিয়ে থাকা সাকিব নিজের দলের শক্তিমত্তা সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন ভারসাম্য পূর্ণ দল গড়ার কারণে এবার শিরোপার অন্যতম দাবিদার কলকাতা নাইট রাইডার্স।

এই অলরাউন্ডার বলেন, ‘এই মৌসুমে আমি মুম্বাই ইন্ডিয়ানের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। আমাদের দল এবার সব বিভাগেই পরিপূর্ণ। তারপরও আমি বলব, কলকাতার বোলিং অ্যাটাকটা খুবই ভালো। এটাই এই মৌসুমে শিরোপা জেতাতে পারে আমাদের।’

এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই বার শিরোপা জিতেছেন সাকিব আল হাসান। দুই বারই কলকাতাকে শিরোপা জেতাতে ব্যাটে বলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

বাংলাদেশের ক্রিকেটারদের ভিতর সাকিবই সবচেয়ে বেশী আইপিএল খেলেছেন। আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ১২৬.৬৬ স্টাইকরেটে ৭৪৬ রান করেছেন সাকিব। আইপিএলে বল হাতেও সফল ছিলেন তিনি। বল হাতে ৬৩ ম্যাচে সাকিব শিকার করেছেন ৫৯ উইকেট।

চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে আগামী ৯ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের ১৪তম আসর। দেড় মাসের লড়াই শেষে ৩০ মে বিশ্বের বৃহত্তম ক্রিকেট গ্রাউন্ড আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link