More

Social Media

Light
Dark

বার্থডে বয়ের শান্ত দিন

সাকিবের জীবনের সম্ভবত সবচেয়ে উত্তাল জন্মদিন আজ।

প্রশ্ন করতে পারেন যে, সাকিব কখনোই বা নিস্তরঙ্গ জীবন যাপন করেন। এই তো সন্তানের জন্ম উপলক্ষে ছুটি নেওয়ার সময় আরেক দফা আলোচনা শুরু হলো। এর মধ্যে খবর প্রকাশ হলো যে, আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন না সাকিব। ব্যাস, শুরু হয়ে গেলো তুমুল হইচই।

ads

সাকিবকে লোভী, টাকাপ্রেমী বলে খেতাব দেওয়াও শুরু হয়ে গিয়েছিলো আবার। এর মধ্যে এক লাইভে এসে পাশার দান উল্টে দিলেন সাকিব। এর পর আরেকটা সাক্ষাতকার দিয়ে হইচই ফেলে দিলেন।

হইচই চলছে। তাতে নিয়ে সারা দেশ সোরগোলে আছে। এই অবস্থায় তিনি নির্বিকার।

নিতান্ত সাধারণ একটা দিনের মতই হাজির হলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। যেনো এখানেই ছিলেন, যেনো কিছুই হয়নি; এমন ভঙ্গিতে জন্মদিনে শুরু করে দিলেন অনুশীলন। একজন ফিজিও আর একজন থ্রোয়ারকে সাথে নিয়ে দিব্যি অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিলেন বেশ খানিকটা সময়। বোলিং করলেন, ব্যাটিং করলেন।

এর আগে রাতেই জন্মদিনর পালন করে ফেলেছেন অনাড়ম্বর ভাবে। বোন আর ভাগিনার সাথে জন্মদিনের উদযাপনটা করেছেন।

এই নির্লিপ্ত সাকিব আপাতত খেলা নিয়েই ভাবছেন। সামনে তার আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা অনেকে কোয়ারেন্টিন শুরু করেছেন। সাকিবও শুরু করার প্রস্তুতি  নিচ্ছেন। তবে তার আগে দেশে একটু কাজ আছে।

২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী। এই দিনটা উপলক্ষে একটা একটা অনুষ্ঠানে যোগ দিতে হবে সাকিবকে। তারপরও আইপিএলের উদ্দেশ্যে উড়াল দেবেন।

অবশ্য বাইরে থেকে যেমন সোজা সাপ্টা মনে হচ্ছে সবকিছু, তেমন স্রোতহীনভাবে সময়টা কাটতে হচ্ছে না। জন্মদিনের আগের রাতে বেশ গুরুত্বপূর্ন একটা বৈঠকে সাকিব ছিলেন বলে জানা গেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে একান্তে একটা বৈঠক করেছেন বলে কিছু সূত্র দাবি করেছে।

আলোচিত লাইভে সাকিব বিসিবির কর্মকান্ড নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন। যদিও বোর্ড সভাপতির প্রশংসাই করেছেন তিনি। কিন্তু কিছু বোর্ড পরিচালকের সমালোচনা করেছিলেন। যে কারণে তাকে নিয়ে বোর্ডের মধ্যে একটা অসন্তোষ তৈরী হয়েছে। হয়তো এ বিষয়ে সাকিবের নিজের অবস্থান ব্যাখ্যা করার একটা ব্যাপার ছিলো।

তবে ভেতরে ভেতরে যাই চলুক, বার্থডে বয় কিন্তু নিজে শান্তই আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link