More

Social Media

Light
Dark

এখনও সবুজ দিলশান

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চার বছরেরও বেশি সময় আগে।

খেলা বলতে শুধু বিভিন্ন দেশের লিজেন্ডসদের নিয়ে করা চ্যারিটি লিগ, রোড সেফটি টুর্নামেন্টেই খেলে থাকেন। কিন্তু এখনও তার ব্যাটের ধারও কমেনি, বলের জাদুও ফুরোয়নি। এই তো রবিবার রাতে প্রথমে ৪ উইকেট নিলেন আর পরে অপরাজিত ৬১ রান করলেন। বুঝিয়ে দিলেন, তিনি সেই আগের মতোই আছেন।

পাঠকরা নিশ্চই বুঝতে পেরেছেন সাবেক লংকান অলরাউন্ডার তিলেকারত্নে দিলশানের কথা হচ্ছে। ৪৪ বছর বয়সেও তার ব্যাটে ধার তো কমেই নি বরং বল হাতেও ভেলকি দেখাচ্ছেন এই লঙ্কান কিংবদন্তি! তাঁকে দেখে মনে হয় বয়সটা নিছকই একটা সংখ্যা।

ads

চলতি রোড সেফটি লিজেন্ডস টুর্নামেন্টে গতরাতে (১৪ই মার্চ) ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে বল হাতে প্রথমে ৬ ওভারে ১ মেইডেনসহ ৬ রান দিয়ে নেন ৪ উইকেট! পরবর্তীতে ৭৯ রানের মামুলি লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৬ বলে ৬১ রানের ঝড়ো ব্যাটিংয়ে এক হাতে দলকে জয় এনে দেন সাবেক এই লিজেন্ড!

বিখ্যাত ‘দিল স্কুপ’ শটের জনক বলা হয় দিলশানকে।

অবসরের প্রায় ৪ বছর পরেও ব্যাট-বল হাতে বুড়ো হাড়ের ভেলকি দেখাচ্ছেন দিলশান। যে বয়সে ব্যাট-প্যাড তুলে রাখার কথা সে বয়সে ব্যাট-বল হাতে সমান তালে ২২ গজ মাতিয়ে যাচ্ছেন তিনি।

শুধু গতকালের ম্যাচেই নয়, এ আসরের পুরো টুর্নামেন্টেই তিনি ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ও বল হাতে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। ৬ ম্যাচে ২ ফিফটিতে ৫৮ গড়ে ২৩২ রান করে রান তালিকায় সবার উপরে আছেন তিনি। বল হাতে ৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে এই তালিকাতেও রাজত্ব করছেন দিলশান। ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে তার পরে অবস্থান করছেন ইংলিশ স্পিনার মন্টি পানেসার।

গতকাল ইনিংসের প্রথম বলেই ফিল মাস্টার্ডকে গোল্ডেন ডাকের শিকার বানিয়ে ফেরান দিলশান। ইনিংসের প্রথম ওভারেই উইকেট মেইডেন দেন তিনি। নিজের ২য় ও ইনিংসের ৩য় ওভার করতে এসেই এক ওভারেই তুলে নেন আফজাল ও কেভিন পিটারসেনকে! দুইজনকেই বোল্ডের ফাঁদে ফেলেন দিলশান।

দিলশান ঝলকে মাত্র তিন রানেই তিন উইকেট হারায় ইংলিশরা। এরপর দলীয় ১০ম ও নিজের শেষ ওভার করতে এসেই দলীয় ২২ রানে মুডিকে বোল্ড করে  নিজের ৪র্থ শিকার বানান দিলশান। মাত্র ২২ রানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে ইংলিশরা।

শেষদিকে ট্রিমলেটের ৩ ছয়ে ১০ বলে ১৮ রানের ক্যামিওতে কোনোমতে ৯ উইকেটে ৭৮ রান করতে সক্ষম হয় ইংলিশরা। জবাবে মামুলি লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের উপর চড়াও হন দিলশান! এক প্রান্তে থাকা বাকিরা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলেও আরেক প্রান্তে দিলশানের ১১ চার ও ১ ছয়ে ২৬ বলে অপরাজিত ৬১ রানে ৬ উইকেটের সহজ জয় পায় লংকানরা। ৬ ম্যাচে পাঁচ জয়ে ২০ পয়েন্টস নিয়ে রান রেটে ভারতের চেয়ে কিছুটা এগিয়ে থাকায় টেবিলের টপে অবস্থান করছে লংকান লিজেন্ডসরা।

বুড়ো বয়সেও দিলশান প্রমাণ করে চলেছেন বয়স হলেও তিনি এখনো ফুরিয়ে যাননি। চোখের সামনে ছেলেবেলার হিরোদের পার্ফরমেন্স দেখে অনেকেরই পুরোনো দিনের দারুন সব ইনিংসের স্মৃতি চোখে ভেসে ওঠে। ৪৪ বছর বয়সেও টগবগে যুবকের মতো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দিলশান। প্রমাণ করে দিয়েছেন বয়স টা নিছকই একটি সংখ্যা মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link