More

Social Media

Light
Dark

টেস্ট অভিষেকের সোনালি হাঁসকাহন!

অভিষেকে শতক গড়ে রেকর্ড করেছেন কিংবা পাঁচ উইকেট বা তার বেশি নিয়ে রেকর্ড করেছেন এমন অনেকেই আছেন। স্বপ্নের মতো অভিষেক চান সবাই, কিন্তু তা পূরণ হয়ই বা কয়জনের। আনন্দের রেকর্ডের সাথে সাথে অভিষেকের লজ্জার রেকর্ডও আছে বটে। টেস্ট ক্যারিয়ারে ডাক মেরেছেন প্রায় অনেক খেলোয়াড়ই তবে অভিষেকেই যদি ডাক মারেন তার চেয়ে লজ্জার রেকর্ড কি আর আছে? তাও যদি হয় সেটা ম্যাচের প্রথম বলেই!

চলতি আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে ঘটেছে এমনই এক লজ্জার রেকর্ড! আফগানিস্তানের ওপেনার আব্দুল মালিককে ইনিংসের প্রথম বলে আউট করেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি৷ ইনিংসের এবং ম্যাচের প্রথম বলেই আউট হয়ে মালিক ফেরেন অভিষেকেই গোল্ডেন ডাকের শিকার হয়ে। তবে এই লজ্জার রেকর্ডে তিনিই প্রথম নন! টেস্টে প্রথম বলেই আউট হয়েছেন এমন খেলোয়াড় আছেন প্রায় অনেকেই, তবে অভিষেক টেস্টের  প্রথম বলে আউট হয়েছেন মাত্র তিনজন খেলোয়াড়।

আব্দুল মালিক, জিমি কুক ও লিওন গ্যারিক এই তিন জন খেলোয়াড় যারা কিনা নিজের অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হয়েছেন শূন্য রানে। চলুন দেখে নেওয়া যাক তাদের সেই লজ্জাজনক স্মৃতির ঝলক!

ads
আব্দুল মালিক

১৯৯২-৯৩ সালে ডারবানে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম বলেই ডাক মারেন দক্ষিণ আফ্রিকান জিমি কুক! এটিই টেস্ট ইতিহাসে অভিষেকে ইনিংসের প্রথম বলে প্রথম গোল্ডেন ডাক। সেই টেস্টের ফলাফল অবশ্য ড্র হয়। কপিল দেবের বলে শচীন টেন্ডুলকারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন জিমি কুক।

২০০০-০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার লিওন গ্যারিক অভিষেক টেস্টের প্রথম বলেই শূন্য রানে আউট হন। এটি টেস্ট ইতিহাসে অভিষেক টেস্টে দ্বিতীয় ডাক মারার রেকর্ড। এলান ডোনাল্ড শূন্য রানে ফেরান লিওন গ্যারিককে।

এরপর সবশেষ গত সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম বলেই আউট হন অভিষিক্ত আফগান ওপেনার আব্দুল মালেক। এটি টেস্ট ইতিহাসে অভিষেকের প্রথম বলে ডাক মারার ৩য় ও এখন পর্যন্ত সবশেষ রেকর্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্লেসিং মুজারাবানির বলে এমন লজ্জার রেকর্ডে নাম লিখান আব্দুল মালেক।

জিমি কুক

তবে আব্দুল মালেকের আগে যারা এই লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন সাদা পোশাকে কেউই টেস্টে বেশিদূর যেতে পারেননি বরং ক্যারিয়ার শুরু না করতেই শেষ বলা চলে। লিওন গ্যারিক তো অভিষেক টেস্টের পর আর সুযোগই পাননি! জিমি কুক খেলেছেন মোটে তিন ম্যাচ! এদিকে প্রথম টেস্টে এমন লজ্জার রেকর্ডের পর দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দলে যায়গা হয়নি আব্দুল মালেকের। তবে কি আব্দুল মালেকের টেস্ট ক্যারিয়ারও হুমকির মুখে রয়েছে?

এতক্ষণ যাদের কথা বললাম, তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্টে ম্যাচের বলেই আউট হয়ে ফিরেছেন। তবে, এরকম কয়েকজন কিংবদন্তি আছেন – যারা ক্যারিয়ারের প্রথম টেস্টেই গোল্ডেন ডাক মারেন, তবে সেটা দ্বিতীয় ইনিংসের ঘটনা, কিংবা প্রথম ইনিংসে হলেও ম্যাচের প্রথম বল নয়। নামগুলো হল – জিম্বাবুয়ের অ্যালিস্টেয়ার কুক, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, অস্ট্রেলিয়ার মাইকেল বেভান, নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস্টোফর হেনরি গেইল।

টেস্ট অভিষেকের প্রথম বলে ডাক মারার এমন চরম লজ্জার রেকর্ডে বাংলাদেশের কারো নাম না থাকলেও টেস্টের প্রথম বলেই আউট হবার রেকর্ড আছে ওপেনার হান্নান সরকারের! অবশ্য সেটি একবার নয় টেস্টে মোট তিনবার হান্নান সরকার প্রথম বলেই আউট হয়ে সোনালি হাঁসের তালিকায় নাম তুলেছেন। অবশ্য এই তালিকায় তিনি একা নন, ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও আছেন এই তালিকায়! হান্নার সরকার ও সুনীল গাভাস্কার একমাত্র খেলোয়াড় যারা টেস্ট ইতিহাসে প্রথম বলে তিনবার আউট হয়েছেন।

লিওন গ্যারিক

বোলার হিসেবে এই রেকর্ডে আছেন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজাও! চট্রগ্রামে ভারতের টেস্টের প্রথম বলেই ওয়াসিম জাফরকে শূন্য রানে ফিরিয়ে ব্যাটসম্যানদের এই লজ্জার তালিকায় বোলার হিসেবে কীর্তি গড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link