More

Social Media

Light
Dark

উইকেট ভাঙার কারিগর!

ক্রিকেট ইতিহাসের যুগে যুগে অনেক সেরা বোলার এসেছেন। এদের মধ্যে রয়েছেন অনেক স্পিনার। এই স্পিনারদের মধ্যে সব স্পিনারের অনেক উইকেটই এসেছে স্ট্যাম্পিংয়ের মাধ্যমে। কিন্তু স্পিনারদের উইকেটে উইকেট রক্ষকদের রাখা অবদান কমই মনে রাখা হয়েছে। বিশ্বে কিছু উইকেট রক্ষক আছে, যাদের কাছে ব্যাটসম্যানদের করা ভুলে করে ফেলেন স্ট্যাম্পিং।

স্ট্যাম্পিং করার জন্য উইকেট রক্ষকদের থাকতে হয় প্রচুর সাবধানী এবং সচেতন। কারণ একটা স্ট্যাম্পিং মিস করা মানেই হলো একজন ব্যাটসম্যানকে নতু একটা জীবন দেয়া।  তাই স্ট্যাম্পিং থেকে পাওয়া উইকেটে যতটা অবদান থাকে একজন বোলারের তার থেকে বেশি কৃতিত্ব থাকে উইকেট রক্ষকের।

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি স্ট্যাম্পিং করা উইকেট রক্ষকের তালিকার শীর্ষ ভাগ টা দেখা যাক।

ads
  • মহেন্দ্র সিং ধোনি (ভারত)

মহেন্দ্র সিং ধোনি, ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। শুধু অধিনায়ক নন, দলকে সবক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। উইকেট রক্ষক হিসেবে ছিলেন দূর্দান্ত। চোখের পলকে স্ট্যাম্প তুলে নিতে বেশ পটু ছিলেন তিনি।

অবশ্যই ভারতের ইতিহাসের সেরা উইকেটরক্ষক তিনি। ওয়ানডে ইতিহাসে ১২৩ টি স্ট্যাম্পিং করে স্ট্যাম্পিং করার তালিকায় শীর্ষে আছেন তিনি। স্পিনারদের বোলিং এ উইকেট রক্ষক হিসেবে তিনি ছিলেন ব্যাটসম্যানদের জন্য যমদূত।

  • কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। তিনি শুধু ব্যাটসম্যান নন, উইকেট রক্ষক হিসেবে ছিলেন বেশ দূর্দান্ত। যদিও নিজের উপর চাপ কমানোর জন্য টেস্টে উইকেটের পিছনে দাড়াতেন না। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কার উইকেটের পিছনের ভরসার নাম ছিলো কুমার সাঙ্গাকারা।

ওয়ানডে ক্রিকেটে ৯৯ বার স্ট্যাম্পিং শিকার করে ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরাতে সাহায্য করেছেন তিনি। নিজের সময়ের সেরা উইকেটরক্ষকদের একজন ছিলেন তিনি।

  • রমেশ কালুভিতারানা (শ্রীলঙ্কা)

কিংবদন্তি উইকেট রক্ষক কুমার সাঙ্গাকারার পূর্বসূরী ছিলেন রমেশ কালুভিতারানা। তিনি শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১৯৯০ থেকে ২০০৪ সাল পর্যন্ত। এই সময়ে শ্রীলঙ্কার হয়ে ওয়ানডেতে মাঠে নেমেছেন ১৮৯ বার। ব্যাটিংয়ে যেমন, উইকেটরক্ষণের ক্ষেত্রেও তিনি ছিলেন সমান পারদর্শী।

আর এই সময়ে ওয়ানডেতে করেছেন ৭৫ টি স্ট্যাম্পিং। তিনি উইকেট রক্ষক হিসেবে থাকলে কোনো ব্যাটসম্যান পপিং ক্রিজ থেকে বের হয়ে শট খেলতে দুই বার ভাবতো। কারণ বল মিস করলে ছিলো নিশ্চিত হয়ে স্ট্যাম্পিং হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ভয়।

  • মঈন খান (পাকিস্তান)

মঈন খান পাকিস্তানের অন্যতম সেরা উইকেট রক্ষক। পাকিস্তানের হয়ে খেলেছেন ১৯৯০ থেকে ২০০৪ সাল পর্যন্ত। এই সময়ে পাকিস্তানের হয়ে খেলেছেন আরেক কিংবদন্তি ক্রিকেটার সাকলাইন মুশতাক। বোলার উইকেট রক্ষক হিসেবে সাকলাইনের সাথে বেশ ভালো জুটি গড়েছিলেন মঈন খান। উইকেটে পিছনে দাঁড়িয়ে ব্যাটসম্যানের স্ট্যাম্প তুলেছেন ৭৩ বার।

  • অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)

উপমহাদেশের বাইরে স্ট্যাম্পিং করা উইকেট রক্ষকদের মধ্যে শীর্ষে আছেন অ্যাডাম গিলক্রিস্ট। অ্যাডাম গিলক্রিস্ট খেলেছেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের সাথে। তার বলে ব্যাটসম্যানের স্ট্যাম্প তুলে নিয়েছেন সবচেয়ে বেশি বার। উপমহাদেশের বাইরের উইকেট রক্ষক হবার কারনে স্পিন বলে উইকেটের পিছনে দাঁড়ানো হয়েছে কম। এই কম সুযোগের মধ্যেও ৫৫ বার ব্যাটসম্যানকে স্ট্যাম্পিংয়ের শিকার করেছেন তিনি।

লেখক পরিচিতি

খেলাকে ভালোবেসে কি-বোর্ডেই ঝড় তুলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link