More

Social Media

Light
Dark

শূন্যে ফেরাতে পটু তাঁরা

টেস্ট ক্রিকেটে একজন ব্যাটসম্যানকে রান করতে হলে দীর্ঘ সময় উইকেটে টিকে থাকতে হয়। আর উইকেটে টিকে থাকার জন্য দরকার ভালো মত ব্যাটিং করা। বিপক্ষে দলের বোলাররা সবসময়ই চায় বোলারদেরকে অতিদ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠাতে। আর সেটা যদি কোনো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হয় তাহলে তো কথাই নাই।

টেস্ট ক্রিকেটে একজন ব্যাটসম্যানকে রান করতে হলে দীর্ঘ সময় উইকেটে টিকে থাকতে হয়। আর উইকেটে টিকে থাকার জন্য দরকার ভালো মত ব্যাটিং করা। বিপক্ষে দলের বোলাররা সবসময়ই চায় বোলারদেরকে অতিদ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠাতে। আর সেটা যদি কোনো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হয় তাহলে তো কথাই নাই।

বিশ্বের কিছু বোলার ব্যাটসম্যানদের বেশ অনেকবারই শূন্য রানে সাজ ঘরে ফিরিয়েছেন। অনেকেই এখানে সেঞ্চুরিও করেছেন। সবাই কম-বেশি কিংবদন্তি বোলার। তাদের মধ্যে শীর্ষ পাঁচ জনের তালিকা নিয়ে খেলা ৭১ এর আজকের এই আয়োজন।

ads
  • জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)

জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা পেসার। ৩৭ বছর বয়সেও চলতি আহমেদাবাদ টেস্টেও বেশ ভালোই খেলছেন তিনি। বিশ্বের একমাত্র পেসার হিসেবে ৬০০ উইকেট নেয়ার কীর্তি আছে তার।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার ব্যাটসম্যানদের শুন্য রানে প্যাভিলিয়নে ফিরিয়েছেন জেমস অ্যান্ডারসন। এখন পর্যন্ত মোট ১০৪ বার ব্যাটসম্যানরা রানের খাতা খোলার আগেই অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন।

  • গ্লেন মাকগ্রা (অস্ট্রেলিয়া)

পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার গ্লেন ম্যাকগ্রা। এই অস্ট্রেলিয়ান পেসার ১৪ বছরের টেস্ট ক্রিকেটে মোট উইকেট নিয়েছেন ৫৬৩ টি।

ম্যাকগ্রা যখন ২০০৭ সালে অবসরে যান তখন তিনি ছিলেন সর্বোচ্চ বার ব্যাটসম্যানদেরকে শুনয রানের আউট করার তালিকায় এক নম্বর বোলার। তিনি মোট ১০৪ বার ব্যাটসম্যানদেরকে শূন্য রানে আউট করেছেন।

  • মুত্তিয়া মুরালিধরন ( শ্রীলঙ্কা)

টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি মুত্তিয়া মুরালিধরন।  এই অফ স্পিনার ক্যারিয়ারে ১৩৩ টেস্ট শিকার করেছেন ৮০০ উইকেট। পরিসংখ্যানই বলে, ইতিহাসের সেরা স্পিনারদের একজন তিনি।

মুরালিধরন ১০২ বার ব্যাটসম্যানদেরকে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরিয়েছেন। তার উইকেট শিকারের যে রেকর্ড। নিকট ভবিষ্যতে কেউ ভাঙ্গতে পারবে বলে মনে হয় না।

  • শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। তিনি ক্যারিয়ারে ১৪৫ টেস্ট নিয়েছেন ৭০৮ উইকেট। ক্রিকেট ইতিহাসে মাত্র ২ জন বোলার এক হাজার আন্তর্জাতিক উইকেট নিতে পেরেছেন। তার মধ্যে একজন হলেন ওয়ার্ণ।

শেন ওয়ার্ন ১০২ বার ব্যাটসম্যানরা রানের খাতা খোলার আগেই ওয়ার্ণের শিকার হয়ে প্যাভিলিয়নে পাড়ি জমিয়েছেন। সর্বকালের সেরা লেগ স্পিনার হিসেবে বিবেচনা করা হয় তাঁকে।

  • ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)

বর্তমানে ডেল স্টেইন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে সমালোচনা করে বিতর্কের মুখে আছেন। এখনো ক্রিকেট খেলছেন ডেল স্টেইন। কিন্তু নিকট ভবিষ্যতে জাতীয় দলে খেলা এবং টেস্ট ক্রিকেটে ফেরার কোনো সম্ভাবনা নেই তার।

১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে ৯৩ টেস্ট খেলেছেন স্টেইন।  এই সময়ে ইনজুরিতে না পড়লে হয়তো আরো বেশি উইকেট পেতে পারতেন তিনি। টেস্ট ক্রিকেটে ৪৩৯ উইকেট শিকার করেছেন ডেল স্টেইন।

স্টেইন ৮৩ বার শূন্য রানে ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন।

লেখক পরিচিতি

খেলাকে ভালোবেসে কি-বোর্ডেই ঝড় তুলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link