More

Social Media

Light
Dark

লঙ্কা লিগে তাসকিনের সন্তোষজনক পদার্পন

ভিনদেশী লিগে একাধিকবার ডাক পেয়েও এনওসির কারণে খেলা হয়নি তাসকিন আহমেদের। তবে এবার ব্যাটে বলে মিলে যাওয়ায় সুযোগ পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণের। আর এই সুযোগ বৃথা যেতে দেননি তিনি, অভিষেক ম্যাচেই বল হাতে মুন্সিয়ানা দেখেছেন।

অবশ্য মাঠে নামার আগে দিন কয়েক বেঞ্চে বসে থাকতে হয়েছিল এই বোলারকে। তাঁকে ছাড়াই আসরের প্রথম দুই ম্যাচ খেলেছে কলম্বো স্ট্রাইকার্স। তবে তৃতীয় ম্যাচে ঠিকই জায়গা পেলেন তিনি।

এদিন চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩১ রান খরচ করেছেন এই ডানহাতি, বিনিময়ে শিকার করেছেন এক উইকেট। শুরুটা অবশ্য ভাল হয়নি, উদ্বোধনী ওভারের দ্বিতীয় বলেই তাঁকে থার্ড ম্যানের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন দিনেশ চান্দিমাল; তিন বল পরেও আবারো ডিপ পয়েন্টের ওপর ছক্কা হাঁকিয়েছিলেন এই লঙ্কান ব্যাটার।

ads

তবে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে ঠিকই শোধ তুলেছেন তাসকিন, চান্দিমালের স্ট্যাম্প উপড়ে দিয়েছেন চোখের পলকে। এরপর স্রেফ এক রান দিয়েই সেই ওভারটা শেষ করেছিলেন তিনি। ষোলতম ওভারে পুনরায় তাঁর হাতে বল তুলে দেন অধিনায়ক থিসারা পেরেরা। এবারও হতাশ করেননি এই পেসার, খরচ করেছিলেন মাত্র ছয় রান।

যদিও শেষ ওভারটা মনমতো হয়নি, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এসে কিছুটা হলেও এলোমেলো হয়ে গিয়েছিল এই পেসারের লাইন লেন্থ। তবে সর্বোপরি তিনি খারাপ খেলেছেন সেটা বলার সুযোগ নেই।

বিশ্বকাপে ঘুম কান্ডে জড়িয়ে বিতর্কিত হওয়ার পর টাইগার তারকা মাঠে ফিরলেন; মোটামুটি পারফরমও করলেন। বিতর্কের প্রভাব তাঁর পারফরম্যান্সে ছিল না; ব্যাপারটি নিঃসন্দেহে স্বস্তি দিবে বাংলাদেশি সমর্থকদের।

সেই সাথে কলম্বো স্ট্রাইকার্সের টিম ম্যানেজম্যান্টও ভরসা করার মত কাউকে পেলো, এখন শুধু উন্নতির পথে হেঁটে ভিনদেশী ভক্তদের হৃদয় জয়ের পালা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link