More

Social Media

Light
Dark

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী যারা

টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার খেলা। তবে বোলারদের এক একটি অগ্নি গোলকের নিক্ষেপণে ম্যাচের উত্তেজনা বেড়ে যায় কয়েকগুণ। ব্যাটারদের মঞ্চে তাঁরাও সমান তালে পারফর্ম করে যান, হয়ে ওঠেন ব্যাটারদের ত্রাস। ২০০৭-২০২৪ সাল পর্যন্ত এ যাবত কালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট শিকারীদের নিয়েই আজকের আয়োজন।

 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৭

ads

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী পাকিস্তানের পেসার উমর গুল।  সাত ম্যাচে তিনি বাগিয়ে নিয়েছিলেন ১৩ উইকেট। যেখানে তাঁর গড় ছিল ১১.৯২। সেসময় তাঁরা ছিল বিশ্বকাপের অন্যতম দাবীদার। তবে ফাইনালের মঞ্চে ভারতের কাছে পরাজিত হতে হয় তাঁদের।

 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৯

২০০৯ সালের বিশ্বকাপে আবারো সর্বোচ্চ উইকেট শিকারী তকমা নিজের করে নেন উমর গুল। সাত ম্যাচে এবারও ১৩ উইকেট শিকার করেন তিনি। তাঁর নৈপূণ্যের কল্যাণে সেই বিশ্বকাপেই শিরোপার স্বাদ পায় পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১০

অস্ট্রেলিয়ার ডির্ক ন্যানেস ২০১০ সালের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান। এই পেসার সাত ম্যাচ তুলে নেন ১৪ টি উইকেট। অস্ট্রেলিয়া তখন ফাইনালের মঞ্চে উঠেও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। তবে ন্যানেসের পারফর্ম্যান্স ছিল মনোমুগ্ধকর।

 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১২

হোম কন্ডিশনে রীতিমত দুর্বোধ্য ছিলেন শ্রীলঙ্কার অজান্তা মেন্ডিস। ২০১২ সালের বিশ্বকাপে ছয় ম্যাচেই তুলে নেন ১৫ টি উইকেট। যা সত্যিই অসাধারণ ছিল।  তবে ফাইনালে তাঁরা ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের স্বাদ পায়।

 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪

দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এবং নেদারল্যান্ডসের আহসান মালিক যৌথভাবে সর্বোচ্চচ উইকেট শিকারীর তালিকায় উঠে আসেন ২০১৪ সালের বিশ্বকাপে। উভয়েই ১২ টি করে উইকেট শিকার করেন। প্রোটিয়ারা সেমিফাইনাল পর্যন্ত খেললেও, ডাচরা গ্রুপ পর্বের বাধাই অতিক্রম করতে পারেনি।

 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬

আফগানিস্তানের মোহাম্মদ নবী ছিলেন ২০১৬ সালের সর্বোচ্চ উইকেট শিকারী তলিকার শীর্ষে। মোট ১২ টি উইকেট শিকার করেন ডান হাতি এই বোলার। এই আফগান অলরাউন্ডারের কল্যাণে তাঁরা প্রতিযোগীতার মূল পর্বে খেলার সুযোগ পায়। সুপার টেনে আফগানিস্তান বাদ পড়ে যায়।

 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

ওয়ানিন্দু হাসারাঙ্গা শীর্ষ উইকেট শিকারী হিসেবেই ২০২১ সালের বিশ্বকাপের আসর শেষ করেন। স্পিন বান্ধব সেই কন্ডিশনে তিনি মোট ১৬ টি উইকেট শিকার করেন।  তবে তিনি শ্রীলঙ্কাকে সেমিফাইনালের মঞ্চে তুলতে ব্যর্থ হয়েছিলেন।

 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে আবারো আফগান ঝলক। পেসার ফজল হক ফারুকী  মোট ১৭ টি উইকেট নিজের করে নিয়েছেন। পুরো টুর্ণামেন্ট জুড়ে তিনি ছিলেন প্রতিপক্ষের ব্যাটারদের আতঙ্ক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link