More

Social Media

Light
Dark

গম্ভীর সবার চেয়ে এগিয়ে

চ্যাম্পিয়ন কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। ভারতের প্রধান কোচের পদ এখন শূন্য। তাইতো ভারত শিবিরে বেশ ক’দিন  চলেছে নতুন অভিভাবকের অভিযান। সেই তালিকার শীর্ষে আছেন ভারতের সাবেক ওপেনিং ব্যাটার গৌতম গম্ভীর। আগামী শ্রীলঙ্কা সিরিজে নতুন কোচ পেতে চলেছে ম্যান ইন ব্লু’রা।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা ইতিমধ্যেই দুইজন প্রার্থীর কথা ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, ‘কোচ এবং নির্বাচকের তালিকা খুব শীঘ্রই তৈরি করা হবে। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) দুই জনের সাক্ষাৎকার নিয়েছেন, মুম্বাই পৌছানোর পরেই তাঁরা সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করবে। ভিভিএস লক্ষণ জিম্বাবুয়ে যাবেন, অবশ্য নতুন কোচ শ্রীলঙ্কা সিরিজে যুক্ত হবেন।’

ads

সিএসি’র সেই তালিকায় আছেন সাবেক ব্যাটার গৌতম গম্ভীর এবং ভারতীয় নারী দলের সাবেক কোচ ডব্লিউ ভি রামান। আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে তিন টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডে খেলবে ভারত।

গৌতম গম্ভীর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকা পালন করেন। এর আগেও কলকাতার দায়িত্ব কাঁধে নিয়ে শিরোপা এনে দিয়েছিলেন গম্ভীর। তাইতো সবার চোখ এখন তাঁর দিকেই।

জয় শাহ দলের এই ঐতিহাসিক সাফল্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রশংসা করেন। উভয়েই ফাইনালের মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোহিত-বিরাট বিজয়ের তকমা গায়ে চাপিয়েই অবসরের সিদ্ধান্ত নেন। তার একদিন পরেই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও সেই মিছিলে শামিল হন।

হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপের অসাধারণ পারফর্ম্যান্সের পর তাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে কি না, এই প্রসঙ্গে জয় শাহ বলেন, ‘অধিনায়ক নির্বাচন করবে নির্বাচন কমিটি। তাঁর ফর্ম নিয়ে অনেক প্রশ্নের আগমন ঘটেছিল, তবে নির্বাচকরা তাঁর উপর ভরসা রেখেছে। সেও আস্থার প্রতিদান দিয়েছেন।’

প্রায় এক দশকেরও বেশী সময় ধরে চলমান শিরোপা খরা কাটিয়ে এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। নতুন কোচের সাথে আগামীতে কতদূর সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন ভারতীয় ক্রিকেটাররা, সেটাই এখন দেখার বিষয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link