More

Social Media

Light
Dark

বিদায় বেলায় স্বপ্ন পূরণ রোহিতের

বিশ্বকাপ! একটি স্বপ্নের বিশ্বকাপ! সেই কাঙ্খিত বিশ্বকাপ এখন রোহিত শর্মার হাতে। তাইতো এবারের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন অন্যান্য দিনের তুলনায় ভিন্ন ছিল বলতেই হবে। কেননা, রোহিত বাহিনী যে টি-টোয়েন্টি বিশ্বকাপের নব্য চ্যাম্পিয়ন।

শুরু থেকেই বেশ আবেগঘন ছিলেন ভারতের এই অধিনায়ক। কিছুক্ষণ আগেই ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি জানান দিয়েছেন এই ম্যাচই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। দলপতি রোহিতও গাইলেন গান সেই একই সুরে।

তিনি বলেন, ‘এটাই আমার শেষ ম্যাচ ছিল। আমি যখন থেকে খেলা শুরু করি তখন থেকেই উপভোগ করছি। তবে এখনই সেরা সময় বিদায় বলার। আমি এটাই চেয়েছিলাম, একটি বিশ্বকাপ।’

ads

রোহিত তাঁর এই সেরা অর্জনকে কোচ রাহুল দ্রাবিড়ের প্রতি উৎসর্গ করেন। তাঁর ২০-২৫ বছরের অবদানের কথাও স্মরণ করেন। তাছাড়া তিনি দলের অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ এবং আর্শদ্বীপ সিংয়ের নাম উল্লেখ করেন। তাঁদের প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘আমি সত্যিই অনেক সৌভাগ্যবান তাঁদেরকে ভারতের দলে পেয়ে। সকলের প্রতি কৃতজ্ঞতা।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচটিই কি তাঁর ক্যারিয়ারের সেরা ম্যাচ কি না জানতে চাইলে রোহিত বলেন, ‘এটা সেরা ম্যাচ হতে বাধ্য। কেননা জয়ের জন্য আমি বেশ মরিয়া হয়ে ছিলাম। বিগত বছরগুলোতে আমি যত রান করেছি , তা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমি পরিসংখ্যানের ভক্ত নই।’

সবশেষে তিনি দেশের জন্য ঐতিহাসিক জয় সম্পর্কে বলেন, ‘ভারতের জন্যে ম্যাচ জেতা আর ভারতের জন্য শিরোপা জেতাই আমার মূল লক্ষ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link