More

Social Media

Light
Dark

২৪ ঘণ্টার মধ্যেই পাল্টে গেল ব্রাজিলের ভবিষ্যৎ!

দ্যাটস ইট, আই উইল নট ওয়াচ এনি ব্রাজিল গেম অ্যাট দ্য কোপা আমেরিকা অ্যান্ড নট সেলিব্রেট অ্যানি ভিক্টোরি – হুট করেই সামাজিক মাধ্যমে রোনালদিনহো গাউচোর এমন ঘোষণা চমক সৃষ্টি করেছে ফুটবলাঙ্গনে। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ সর্বত্র আলোচনার ঝড় উঠেছে এটি নিয়ে।

মূলত ব্রাজিল জাতীয় দলের বর্তমানে যেভাবে ছন্দহীন পারফরম করছে সেটার প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। অবশ্য, এই পোস্ট দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আবার ইউটার্ন নিয়েছেন তিনি। নেটিজেনরা বলাবলি করছেন, তাহলে কোনো বিজ্ঞাপনের অংশ হিসেবে ব্রাজিলের সমালোচনা করলেন রোনালদিনহো?

সাম্বা ফুটবল – যুগের পর যুগ ধরে সমর্থকদের আত্মিক শান্তি দিয়ে আসা একটা প্লেয়িং স্টাইল। বলা হয়, ব্রাজিলিয়ান শিশুদের শিরা-উপশিরায় সাম্বা স্টাইল বহমান। অথচ বর্তমান কালে হারাতে বসেছে সেই ঐতিহ্য, ব্রাজিলের খেলা দেখে আত্মার শান্তি দূরে থাক উল্টো বিরক্ত হয়ে উঠেন ভক্তরা। এক ঝাঁক তারকা সত্ত্বেও প্রতিনিয়ত হতাশ করছে সেলেসাও’রা।

ads

সবশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করেছে দলটি। রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়রদের পারফরম্যান্স ছিল বড্ড সাদামাটা; এর চেয়ে বড় কথা একাদশের কারো মধ্যেই জয়ের স্পৃহা চোখে পড়েনি। তাতেই সমালোচনা তুঙ্গে উঠেছে, আর সেটার অংশ হলেন কিংবদন্তি রোনালদিনহো।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখেন, ‘অনেক হয়েছে, আমি সহ যারা যারা ব্রাজিলের ফুটবলকে ভালবাসে তাঁদের জন্য এটা দু:খের বিষয়। দলের মধ্যে এখন জয়ের ক্ষুধা নেই, গত কয়েক বছরের সবচেয়ে খারাপ দল এটি। আদর্শ অধিনায়ক নেই, অধিকাংশ ফুটবলার গড়পড়তা – এসব মেনে নেয়া যায় না।’

বিশ্বকাপজয়ী এই তারকা আরো যোগ করেন, ‘ব্রাজিলের জার্সির প্রতি ভালবাসার অভাব আছে, দক্ষতার অভাব আছে। আমি আগে কখনোই এতটা বাজে পরিস্থিতি দেখিনি। এসব অত্যন্ত লজ্জাজনক, আমি আর এর মধ্যে থাকছি না।’

যদিও উত্তরসূরীর কথা মানতে পারছেন না বার্সা ফরোয়ার্ড রাফিনহা। তিনি বলেন, ‘আমি জানি না এটা কি আসলে উপদেশ ছিল নাকি অন্য কিছু। তবে আমি খুবই অবাক হয়েছি এবং তাঁর সাথে আমি একমতও নই।’

যদিও, ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও মন বদলান রোনালদিনহো। তিনি বলেন, ‘সবাই কিভাবে রিয়্যাক্ট করে সেটা বোঝার চেষ্টা করছিলাম। আমি আসলে ব্রাজিলকে এবার যেকোনো সময়ের চেয়ে বেশি সমর্থন করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link