More

Social Media

Light
Dark

ধোনির প্রদীপ জ্বলবে আরো কিছু দিন!

সংখ্যার হিসেবে বয়সটা এখন ৪২ এর কোঠায়। বয়স বলে অবসরের কথা। তবে মানুষটা মহেন্দ্র সিং ধোনি বলেই হয়তো অবসর শব্দটা এখানে অপরিচিত। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি তাই মনে করেন, ২২ গজে আরো কয়েক বছর দেখা যেতে পারে ক্যাপ্টেন কুল’কে।

কোটি ভক্তদের অবাক করে দিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর কিছুদিন আগেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন ধোনি। আর তাতে চেন্নাইয়ের গুরু দায়িত্ব পড়ে রুতুরাজ গাইকড়ের কাঁধে। তবে রুতুরাজ সেই দায়িত্ব বেশ গুরুত্বের সাথেই পালন করে যাচ্ছেন। তাঁর নেতৃতেই এবারের আসরে এখনো চেন্নাই আছে পয়েন্টস টেবিলের উপরের দিকে।

গাইকড় সম্পর্কে এই অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘সে (গাইকড়) অসাধারণ নেতৃত্ব দিচ্ছে। সে খুবই শান্ত স্বভাবের। আর এই চাপের মাঝেও সে প্রতি ম্যাচেই দারুণ ইনিংস খেলে যাচ্ছে। সত্যিই অসাধারণ।’

ads

ধোনির বিষয়ে মাইকেল হাসি বলেন, ‘আমরা আশা করছি সে (ধোনি) এভাবেই চালিয়ে যাবে আগামী কয়েক বছর। সবার আগে প্রশিক্ষণে আসছে, সেখানে সে বেশ পরিশ্রম করছে। সে এই মৌসুমে খুব ভাল একটা ধারায় আছে। তবে গত মৌসুমের পর তাঁর হাটুতে অস্ত্রোপচার হয়। যা এই মৌসুমের প্রথম থেকেই সামাল দিতে হচ্ছে তাঁকে। আমরা সেই দিকটিও বিবেচনা করছি।’

আগামীতে ধোনির আইপিএল খেলা নিয়ে হাসি বলেন, ‘আমি আশা করি, সে আরো কয়েক বছর খেলে যেতে পারবে। তবে তা নিশ্চিত হতে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। কেননা, সে একমাত্র ব্যক্তি যিনি তা নিশ্চিত করতে পারে। তাছাড়া সে কিছুটা নাটকীয়তাও পছন্দ করে। তাই আমি এখনই কোনো সিদ্ধান্ত পাওয়ার আশা করছি না।’

চেন্নাইয়ের হয়ে পাঁচবার আইপিএলের শিরোপা জয়ী ধোনি এবারের আসরে ব্যাটিং করছেন লো অর্ডারে। মাঝে মাঝে আট নাম্বারে ব্যাটিং করতে দেখা গিয়েছে তাঁকে। ধোনির পায়ের অস্ত্রোপচারের বিষয়টি তিনি বেশ ভালভাবেই সামলে নিয়েছেন বলে মনে করেন হাসি। এই বিষয়ে তিনি বলেন, ‘অস্ত্রোপচারের কথা বিবেচনা করে তাঁকে এবার লো অর্ডারে খেলানো হয়েছে। তবে সেখানে সে দারুণ পারফর্ম্যান্স করেছে। সে ছাড়া অন্য কাউকে দেখিনা যে ঐ পজিশনে তাঁর চেয়ে ভাল খেলতে পারবে। সে সত্যিই অসাধারণ।’

মহেন্দ্র সিং ধোনি আগামীতে খেলবেন কি খেলবেন না, সেটা পুরোটাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তাঁর কোটি কোটি সমর্থক নিশ্চয়ই চায় তিনি আগামী মৌসুমেও খেলুক। পুরো স্টেডিয়াম তাঁরা আবারো মুখরিত করবে, ধোনি! ধোনি! চিৎকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link