More

Social Media

Light
Dark

ফের ব্যাঙ্গালুরুর অধিনায়ক হচ্ছেন কোহলি!

চলতি আইপিএলে প্লে-অফের দৌড়ে কোনরকমে টিকে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পরের মৌসুমে ঘুরে দাঁড়ানোর জন্য এখন থেকেই তাঁদের পরিকল্পনা করা দরকার, এমনটাই মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। তাছাড়া ঘুরে দাঁড়ানোর জন্য দলটিকে গুরুত্বপূর্ণ একটা পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর মতে, ব্যাঙ্গালুরুর উচিত বিরাট কোহলিকে দলের অধিনায়ক হিসেবে পুনর্বহাল করার কথা ভাবা।

এই অফ স্পিনার বলেন, ‘যদি ব্যাঙ্গালুরু এবার সেরা চারে থাকার যোগ্যতা অর্জন না করে, তাহলে তাঁদের এরপর থেকে ভারতীয় অধিনায়কের ওপর ভরসা করা উচিত। বিরাট কোহলিকেই আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা যায়। সে একজন বড় মাপের নেতা, সে জানে কী ধরনের ক্রিকেট খেলতে হবে।’

তিনি আরো যোগ করেন, ‘দলটা এখন যেভাবে আগ্রাসী হয়ে খেলছে এই মানসিকতা কিন্তু কোহলি নিয়ে এসেছে। তাই আগামী মৌসুম থেকে তাঁকে আমি নেতৃত্বে দেখতে চাই।’

ads

অধিনায়কের প্রসঙ্গে আলোচনায় উঠে এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কথাও। তবে অধিনায়কত্ব পরিবর্তনের কারণে তাঁরা ব্যর্থ হয়েছে এমনটা মানতে নারাজ এই স্পিন কিংবদন্তি। তিনি বলেন, ‘একজন একা আপনাকে টুর্নামেন্ট জেতাতে পারে না। পুরো দলকে সম্মিলিত ভাবে ভাল খেলতে হয়। তাঁরা সেটা করতে পারেনি।’

এছাড়া লখনৌ সুপার জায়ান্টসের ম্যানেজম্যান্টের কড়া সমালোচনা করেছেন হরভজন। দলটির অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে মালিক সজীব গোয়েঙ্কার সঙ্গে বিবাদ নিয়ে তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা দলের মনোবল নষ্ট করে দিতে পারে। অথচ ইতিবাচক পরিবেশ বজায় রাখা যেকোনো খেলায় সাফল্য পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে যুজবেন্দ্র চাহালের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।  তাঁর মতে, চলতি আইপিএলে একমাত্র চাহালই পারফেক্ট স্পিনার হিসেবে পারফরম করতে পেরেছেন; এমনকি অন্য স্পিনারদের সঙ্গে এই লেগির অনেক বেশি পার্থক্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link