More

Social Media

Light
Dark

ব্রাজিলীয়দের মধ্যে সব থেকে ইউরোপীয় ছিলেন যিনি

কাকাকে আমি রোনালদোর থেকে একটু কম ভালবাসি, রোনালদিনহো বা রোমারিওর থেকে একটু বেশি। রোমারিও বিশ্বকাপ জিতিয়েছেন, রোনালদিনহোও। কাকা বিশ্বকাপ জয়ী দলে ছিলেন, কিন্তু যে দুটো বছর উনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ভেবেছিলাম, সে দুটো বছরই চোট আঘাত ও ইউরোপীয় সিজনের ক্লান্তিতে জড়সড়।

কাকাকে নিয়ে গল্পটা কার্লো আনচেলত্তি বলেছেন, ফ্যাব্রিজিও রোমারো শেয়ার করেছেন। প্রথম যখন কাকা এলেন সান সিরোতে আন্সেলত্তি মনে করেছিলেন কে এক কলেজ স্টুডেন্ট এসে হাজির হয়েছে!

পাট করে আঁচড়ানো চুল, চশমা, বাচ্চাদের মতো দেখতে। অথচ মাঠে প্র্যাকটিসে নেমে প্রথম যখন গাতুসোর সঙ্গে হাড্ডাহাড্ডি হল, একবারের জন্য চোখের পলকও পড়ল না বরং গাতুসোই কেঁপে গেলেন আর তার পরেই নেস্তাকে ডিঙিয়ে একটা ব্রিলিয়ান্ট থ্রু বল।

ads

কাকা ব্রাজিলীয়দের মতো নয়ই। কাকার ড্রিবলিং ব্রাজিলীয়দের মতো নয়। গতি অবশ্য রনির মতোই ছিল। শক্তিও। কিন্তু ব্রাজিলীয়দের মধ্যে সব থেকে ইউরোপীয় তিনি। খেলার খবর তো ছেড়েই দিলাম। ইস্তানবুলের ঘটনা, কনফেডারেশন কাপ, কোপা সব ফোকলোরে রয়েছে।

কিন্তু, দুটো অফুটবলীয় গল্প বলে শেষ করি। গল্প না, একটা ঘটনা আর একটা ট্রিভিয়া। প্রথমটা হল – কাকা বিয়ে করেন বাল্যপ্রেমকেই। কিন্তু বেশ কিছু বছর আগে তাঁর বিচ্ছেদ হয়েছে।

বিচ্ছেদের কারণ হিসাবে তাঁর প্রাক্তন প্রেমিকা ও স্ত্রী জানিয়েছেন, এমনি কিছু নয়। কিন্তু কাকা প্রচণ্ড ‘প্রিম ও প্রপাহ’ ব্রাজিলীয়রা একটু ফেলে ছড়িয়ে লাট করা ছেলেকে পছন্দ করে। কাকা তথাকথিত ভালো ছেলে! তাই বনল না!

আর দুই? ইয়ে ইতালীয় আর স্প্যানিশে কাকা শব্দের অর্থ মানুষের ইয়ে মানে গোবর। যদিও বানান আলাদা, তবুও ছেলেবেলায় পর্তুগীজে নাম রাখতে গিয়ে কারুর নিশ্চয় মনে হয়েছিল এ ভবিষ্যতে ডিফেন্ডারদের ল্যাজে গোবরে করবে! এমন কি ভবিষ্যতের মেসিকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link