More

Social Media

Light
Dark

মহাকাব্যের পথে কিছু রেকর্ড

রুটের ব্যাটের থামার কোনো লক্ষনই নেই। এশিয়াতে এসে একটার পর একটা বিরাট বিরাট ইনিংস খেলছেন। শ্রীলঙ্কাকে বড় দুটো ইনিংস খেলে আসার পর নাস্তানাবুদ করেছেন ভারতীয় বোলারদের।

ভারতের মাটিতে জো রুট করেছেন দুর্দান্ত ডাবল সেঞ্চুরি। সেই ডাবল সেঞ্চুরিতে তিনি লিখে ফেলেছেন নানা রেকর্ডের গল্প। সাথে এ ম্যাচেরও হয়েছে বেশ কিছু রেকর্ড ও মাইলফলক।

সেগুলোই ফিরে দেখা যাক।

ads
  • জো রুটের করা ২১৮ যেকোন ব্যাটসম্যানের ক্যারিয়ারের ১০০ তম টেস্টে খেলা সর্বোচ্চ রানের ইনিংস আর প্রথম ডাবল সেঞ্চুরিও। এর আগের রেকর্ডটি ছিল ইনজামাম-উল-হকের ১৮৪ রান। একইসাথে জো রুট টেস্ট ক্রিকেট ইতিহাসের নবম আর তৃতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড করেছেন। অন্য দুইজন ইংলিশ হলেন কলিন কাউড্রে আর অ্যালেক স্টুয়ার্ট।
  • জো রুট ইংল্যান্ডের তৃতীয় খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। এর আগে এর আগে শেষ ডাবল সেঞ্চুরিটা ছিল মাইক গ্যাটিংয়ের, তাও সে ১৯৮৪/৮৫ সালের কথা
  • ভারতের বিপক্ষে গ্রাহাম গুচের করা ৩৩৩ রানের পর এটাই ইংলিশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস। তবে ইংলিশ অধিনায়ক হিসেবে এটাই ভারতের মাটিতে সর্বোচ্চ। এর আগের সর্বোচ্চ ছিল অ্যালিস্টার কুকের করা ১৯০ রানের ইনিংসটা।

  • জো রুটের আগে শেষবার সফরকারী কোন ব্যাটসম্যানে ভারতে ডাবল সেঞ্চুরি করে ২০১০ সালে। সেবার ব্রেন্ডন ম্যাককালাম আহমেদাবাদের পিচে ২২৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। সব মিলিয়ে এটা ভারতের মাটিতে সফরকারী ব্যাটসম্যানের ১৫ তম ডাবল সেঞ্চুরি।

আরো পড়তে পারেন

 

  • তিন বা তাঁর বেশি টেস্টে টানা ১৫০+ রানের ইনিংস খেলা মাত্র সপ্তম ব্যাটসম্যান জো রুট। এই ইনিংসের আগে জো রুট শ্রীলঙ্কাতে ২২৮ আর ১৮৬ রানের দুটি ইনিংস খেলেন।
  • ২০১৩ এর পর থেকে ভারতের মাটিতে সফরকারী কোন দলের ২০০+ এর পার্টনারশিপের প্রথম দৃষ্টান্ত জো রুট আর ডম সিবলির ২০০ রানের জুটিটা। এর আগে ২০১২ এর ডিসেম্বরে জোনাথন ট্রট আর ইয়ান বেল নাগপুরে চতুর্থ উইকেটে ২০৮ রানের জুটি গড়েন, ওটা আবার ছিল জো রুটের অভিষেক টেস্ট।
  • ৫৫৫/৮ – ইংল্যান্ডের এই ইনিংস ভারতের জন্যে গত ষাট টেস্টে ৫০০ এর বেশি রান হজম করার মাত্র দ্বিতীয় ঘটনা।

  • ইংল্যান্ডের ১৮০ ওভার ব্যাট করার ঘটনা ২০১৩/১৪ এর পর ভারতের বিপক্ষে দ্বিতীয়  সর্বাধিক ওভার ব্যাট করার ঘটনা। এর আগে ২০১৩/১৪ তে নিউজিল্যান্ড ওয়েলিংটনে ২১০ ওভার ব্যাট করেছিল। তবে ঘরের মাঠে এর আগে এমন বেশি ওভার ভারতকে করতে হয়েছিল ২০১১ এর নভেম্বরে, ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (১৮৪.১ ওভার)
  • এই ম্যাচে জসপ্রিত বুমরা বল করেছেন ৩১ ওভার। এটাই তাঁর টেস্ট ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ওভার বল করার ঘটনা। এর আগে ২০১৮ এর ওভাল টেস্টে তিনি ৩০ ওভার হাত ঘুরিয়েছিলেন।

লেখক পরিচিতি

আদ্যোপান্ত স্টোরিটেলার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link