More

Social Media

Light
Dark

সাকিবের ভিত্তিমূল্য ২ কোটি রূপি

আইপিএলের ১৪তম আসরের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। নিলামে নাম নিবন্ধের শেষ সময় ছিলো ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন সাকিব আল হাসানও।

নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এই ক্যাটাগরিতে সাকিবের সাথে নিলামে আরো থাকবেন হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভ স্মিথ, মঈন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড ও কলিন ইনগ্রাম।

এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন সাকিব। আইপিএলে ব্যাট হাতে ৬৩ ম্যাচে ৪৬ ইনিংসে ২ হাফসেঞ্চুরিতে ৭৪৬ রান সংগ্রহ করেন সাকিব। এবং বল হাতে ৬৩ ম্যাচে শিকার করেন ৫৯ উইকেট। তবে নিষেধাজ্ঞার কারণে সর্বশেষ আইপিএলে ছিলেন না সাকিব।

ads

সাকিব ছাড়াও আইপিএলের নিলমে নাম নিবন্ধন করেছেন আরো ৪ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে কোন ৪ জন ক্রিকেটার এটা এখনো প্রকাশ করা হয়নি।

এছাড়াও আইপিএলের নিলামে অংশ নিতে ১০৯৭ জন ক্রিকেটার তাদের নাম নিবন্ধন করেছেন। এর ভিতর ৮১৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ২৮৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের জয়জয়কার। আইপিএলের এবারের আসরের নিলামেও বিদেশিদের ভিতর সর্বোচ্চ নিবন্ধন করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের ৫৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন নিলামে অংশ নেওয়ার জন্য।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জন ক্রিকেটার নিবন্ধন করেছে দক্ষিণ আফ্রিকা থেকে। এছাড়া শ্রীলঙ্কার ৩১ জন, আফগানিস্তানের ৩০ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, ইংল্যান্ডের ২১ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন আইপিএলের এবারের আসরের নিলামে থাকার জন্য।

এছাড়াও আইপিএলের নিলামের জন্য নিবন্ধন করেছে সংযুক্ত আরব আমিরাতের ৯ জন, নেপালের ৮ জন, স্কটল্যান্ডের ৭ জন, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের ১ জন করে ক্রিকেটার।

আহমেদাবাদে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আসন্ন আইপিএলে মেগা অকশন না হয়ে সাধারণ অকশন হওয়ার কথা জানিয়েছিলো বিসিসিআই। আসন্ন আইপিএলের জন্য মেগা অকশন হবে কি না সেটি নিয়ে আজও চূড়ান্ত কিছু জানায়নি বিসিসিআই।

গুঞ্জন ছিলো বাড়তে পারে আইপিএলের দল সংখ্যাও । বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। আইপিএলে দল সংখ্যা বেড়ে আট থেকে দশ দল হলেও চলতি বছর আইপিএলে দেখা যাবে আট দলকেই। ২০২২ সালের আইপিএল থেকে খেলবে দশ দল।

এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখনো বিসিসিআই নিশ্চিত করেনি কোথায় বসবে আইপিএলের এবারের আসর। আইপিএলের সর্বশেষ আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হলেও বিসিসিআই জানিয়েছে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভারতেই আয়োজন করা হবে আইপিএল।  তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্বান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link