More

Social Media

Light
Dark

নিলামের দর বাড়ানোর অপেক্ষায় তাঁরা

এগিয়ে আসছে আইপিএলের নিলাম। এরই মধ্য দলগুলো তাদের ক্রিকেটার তালিকা প্রকাশ করেছে। যেসব ক্রিকেটারকে দলগুলো ছেড়ে দিয়েছে তাদের পাশাপাশি আরো অনেক ক্রিকেটার আইপিএলের নিলামে থাকবে।

এরই মধ্যে কোন ক্রিকেটারের দাম কি রকম হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যেসব ক্রিকেটার সর্বোচ্চ দাম পেতে পারে তাদেরকে নিয়েও চলছে জোরালো গুঞ্জন। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকট্রেকার একটি তালিকা প্রকাশ করেছে যেখানে বিভিন্ন দেশের ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। যারা এইবারের আইপিএল নিলামে সর্ব্বোচ্চ দাম পেতে পারেন।

  • অস্ট্রেলিয়া (মিচেল স্টার্ক)

ads

আইপিএলের নিলামে সবচেয়ে বড় নামগুলোর মধ্যে একটি। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেতে পারেন তিনি। যেকোনো দলের জন্য তার মত একজন পেসারকে পাওয়া বড় একটি ব্যাপার।

স্টার্ক সর্বেশষ আইপিএল খেলেছেন ২০১৫ সালে। এরপর ইনজুরি, ফিটনেসের সমস্যা, টেস্টে পর্যাপ্ত সময় দেয়া প্রভৃতি কারণে আইপিএল খেলতে পারেননি। তবে ২০২১ টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের প্রস্তুতি হিসেবে আইপিএল খেলবেন। ২০১৫ মৌসুমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ২০ উইকেট নিয়েছিলেন। স্টার্কের আইপিএল রেকর্ডও ঈর্ষা জাগানিয়া। মাত্র ২৬ ম্যাচ খেলে ৩৪ উইকেট নিয়েছেন তিনি।

এইবারের আইপিএল নিলামে এই পেসারকে কিনতে যেকোনো দলকে খরচ করতে হতে পারে ৫০ কোটির বেশি রুপি।

  • নিউজিল্যান্ড (কলিন মুনরো}

কলিন মুনরো নিউজিল্যান্ডের বাহাতি ওপেনার। ২০১৯ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন। তিনি কতটা ভয়ংকর ব্যাটসম্যান তার পরিসংখ্যান থেকে বোঝার উপায় নেই। তিনি ২০১৯ আইপিএলের নিয়মিত পারফর্মারদের মধ্যে একজন। তার নিয়মিত আইপিএলে না খেলা তার পারফর্মেন্সের উপর কোনো প্রভাব পড়বে না।

আইপিএলে মাত্র ১২ ম্যাচ খেলে করেছিলেন ১৭৭ রান। ২০২০ সালে ঘরের মাটিতে ভারতে বিপক্ষে সিরিজেও দূর্দান্ত খেলেছিলেন। ৫ ইনিংসে ব্যাট করে রান করেছিলেন ১৭৮ রান। চলমান বিগ ব্যাশেও দূর্দান্ত খেলছেন মুনরো।চলতি বিগব্যাশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ৫ জনের মধ্যে আছেন তিনি। এই পারফর্মেন্স আইপিএল নিলামে একটি বড় প্রভাব পড়বে। পাঞ্জাব তাকে দলে ভেড়ানোর জন্য মুখিয়ে থাকবে।

  • দক্ষিণ আফ্রিকা (ক্রিস মরিস)

বিদেশি বোলিং অলরাউন্ডারদের মধ্যে তালিকার শীর্ষে থাকবেন ক্রিস মরিস। তিনি দলের প্রয়োজনে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন। সর্বশেষ আইপিএলে ব্যাঙ্গালুরুর হইয়ে ৯ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। পুরো আইপিএল ক্যারিয়ারে ১৫৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ৫৫০ রান করেছিলেন। ব্যাঙ্গালুরু নিলামের মাধ্যমে আবারো তাকে দলে ভেড়ানোর জন্য মুখিয়ে থাকবে। এছাড়াও দিল্লি ক্যাপিটালসের পছন্দের তালিকাতেও থাকবেন ক্রিস মরিস।

  • ইংল্যান্ড (ডেভিড মালান)

এই মুহুর্তে টি-টুয়েন্টি র‍্যাংকিং এ ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন। তিনি এর আগে কখনো আইপিএলে খেলেননি। প্রথম বারের মত আইপিএলে দল পেতে পারেন মালান। জাতীয় দলের দুর্দান্ত পারফর্মেন্সের পাশাপাশি বিভিন্ন টি-টুয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা তাকে দল পেতে সাহায্য করবে।

সর্বশেষ আইপিএল মৌসুমে চেন্নাই ব্যাটিং নিয়ে অনেক ভুগেছে। সেই সমস্যা সমাধানে তারা চাইবে ডেভিড মালানকে দলে ভিড়াতে।

  • বাংলাদেশ (সাকিব আল হাসান)

এই বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভিড়াতে মুখিয়ে থাকিবে আইপিএলের প্রায় সবকটি দল। তার মত একজন অলরাউন্ডারকে দলে পেলে যেকোনো দলই একজন অতিরিক্ত ব্যাটসম্যান এবং বোলারের সুবিধা পেয়ে থাকে।

এছাড়াও আইপিএলের ব্যাট এবং বল দুইদিক থেকেই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। বিদেশী ক্রিকেটারের কোটার সীমাবদ্ধতার কারণে হায়দ্রাবাদ দলে নিয়মিত খেলতে পারবেন না তিনি।তাই তার উপর চোখ রাখবে ব্যাঙ্গালুরু,পাঞ্জাবের মত দল।

  • ওয়েস্ট ইন্ডিজ (শেলডন কটরেল)

বিশালদেহী এই পেসার এবারের আইপিএল নিলামে ক্যারিবিয়ানদের মধ্যে সবচেয়ে বড় নাম। বরাবরই আইপিএলের কেন্দ্রবিন্দুতে থাকেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। কটরেলের আইপিএল অভিষেক ২০২০ সালে পাঞ্জাবের হয়ে। সর্বশেষ আসরে ৬ ম্যাচে ৬ উইকেইয় নিয়েছিলেন তিনি। কিন্তু নিয়মিত পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পড়েন।শেলডন কটরেলের বাঁহাতি আর্ম বল আইপিএলের জন্য খুবই কার্যকারী।

তাকে আরেকবার দলে ভিড়াতে চাবে পাঞ্জাব দল। এছাড়াও চেন্নাই,রাজস্থান এবং ব্যাঙ্গালুরুও মুখিয়ে থাকবে দলে ভিড়িয়ে নিতে।

  • ভারত (শিভম দুবে)

ভারতীয় যেসব ক্রিকেটার নিলামে থাকবেন তাদের মধ্যে সবচেয়ে দাম পেতে পারেন তার মধ্যে অন্যতম শিভম দুবে।ভারতে যেসব পেস বোলিং অলরাউন্ডার আছেন তাদের মধ্যে অন্যতম হলেন দুবে।তিনি দলের প্রয়োজনে মিডল অর্ডারে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন।

সর্বশেষ আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে ৭ ইনিংসে করেছেন ১৬৯ রান। বল হাতে শিকার করেছেন ৪ উইকেট।

সম্প্রতি শেষ হওয়া মোস্তাক আলি ট্রফিতে ৩৫ গড়ে করেছেন ১৫০ রান।তার এই অলরাউন্ড পারফর্মেন্স তাকে দলে পেতে সাহায্য করবে।

লেখক পরিচিতি

খেলাকে ভালোবেসে কি-বোর্ডেই ঝড় তুলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link