More

Social Media

Light
Dark

কোচ খুঁজে পেয়েছে পাকিস্তান দল

হাই প্রোফাইল কোচের খোঁজে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার লুক রনকির দিকে নজর দিয়েছে। ড্যারেন স্যামি আর শেন ওয়াটসন পিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আপাতত তাঁর সঙ্গে আলোচনা চলছে৷ বর্তমানে নিউজিল্যান্ড জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি, সবকিছু ঠিক থাকলে হয়তো পাকিস্তানের প্রধান কোচ হিসেবে শীঘ্রই কাজ শুরু করবেন।

যদিও আর্থিক বিষয় সহ আরো কিছু ব্যাপারে এখনো কোন সমতায় আসতে পারেনি দুই পক্ষ। তবে আলোচনা এখনো ইতিবাচক পর্যায়ে রয়েছে, এই কিউই তারকা চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আগে কিছুটা সময় চেয়ে নিয়েছেন।

পাকিস্তানের সঙ্গে সাবেক এই উইকেটকিপারের সম্পর্ক বেশ গভীর। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০১৮ মৌসুমে পেশওয়ার জালমিকে শিরোপা জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। সেবার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান ছিল তাঁর, একইসাথে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কারও জিতেছিলেন এই ব্যাটার।

ads

ওয়াটসন, স্যামি ছাড়াও পাকিস্তানের কোচ হওয়ার সুযোগ ফিরিয়ে দিয়েছেন মাইক হেসন। এমনকি রঞ্চি নিজেও গত বছর একই প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সেবার পিসিবিকে মানা করে দিয়েছিলেন তিনি। ফলে গ্রান্ট ব্র্যাডবার্নকে হেডকোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পাকিস্তানের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

কোচ নিয়োগের এই প্রক্রিয়ায় পিসিবি কর্মকর্তারা অবশ্য একেবারে সতর্ক অবস্থায় রয়েছে, পুরোপুরি গোপনীয়তা রেখে কাজ করে যাচ্ছে তাঁরা। কেননা গণমাধ্যমে তথ্য ফাঁস হওয়ার কারণেই ওয়াটসনের মত কোচ হাতছাড়া হয়ে গিয়েছিল।

তাই এখন আর কোন ঝুঁকি নিতে রাজি নয়, একেবারে চূড়ান্ত হলে তবেই কোচের ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এখন দেখার বিষয়, কবে কোচ সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারে শাহীন শাহ আফ্রিদির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link