More

Social Media

Light
Dark

হার্দিকের মত এত গালি আগে কেউ খাননি

নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন হার্দিক পান্ডিয়া। আহমেদাবাদের দর্শকরা হার্দিক পান্ডিয়াকে স্বাগত জানালো ঠাট্টা আর তিরস্কারের মাধ্যমে। আর তাই তো হওয়ার কথা। মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন যে অনেকটা দুঃস্বপ্নের মতই ছিল।

পাঁচ বারের চ্যাম্পিয়নরা হেরে যায় গুজরাট টাইটান্সের কাছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম ম্যাচে ৬ রানের ব্যবধানে হেরে যায় হার্দিকের দল। পুরো নরেন্দ্র মোদী স্টেডিয়াম জুড়ে হার্দিকের বিরুদ্ধে বিভিন্নভাবে ঠাট্টা করা হচ্ছিল। যা কি-না ধারাভাষ্য বক্সে থাকা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসনের নজর এড়ায়নি।

তিনি বলেন, ‘আমি কখনোই কোনো ভারতীয় খেলোয়াড়কে এভাবে গালি খেতে দেখিনি, যেভাবে হার্দিককে গালি দেয়া হচ্ছে। এটা সত্যিই বিরল।’

ads

ধারভাষ্যকক্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ইয়ান বিশপও অবাক হন এবং বলেন, ‘তাদেরকে (দর্শক) ফিরে পেতে তার (হার্দিক) কি করা উচিত?’  প্রতি উত্তরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা বলেন, ‘পরের বার যখন খেলবে তখন ভারতের হয়ে খেলুক।’ আর তা শুনেই জোরে হেসে ওঠেন পিটারসন এবং বিশপ।

ম্যাচের ব্যাপারে হার্দিক বলেন যে যদিও ম্যাচটি তাঁরা হেরেছে তবে সেটা কোনো সমস্যা নয়। কেননা এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে। তিনি বলেন, ‘শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৪২ রান। আর সেই রান তাড়া করতে গিয়ে আমরা কিছুটা স্লথ হয়ে গিয়েছিলাম।’

আহমেদাবাদে ফিরে আসার বিষয়ে প্রত্যয়ী হার্দিক বলেন, ‘এমন একটা স্টেডিয়ামে খেলা অবশ্যই আনন্দের বিষয়। যেখানে আপনি খেলাটাকে উপভোগ করতে পারেন। সেই সাথে দর্শকদের উপস্থিতি আপনাকে বাড়তি উন্মাদনা দিবে। দর্শকরা একটি ভাল ম্যাচ উপভোগ করেছে।’

মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন দল। আইপিএলের অন্যতম সফল ফাঞ্চাইজি। স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে দর্শক-সমর্থকদের প্রত্যাশা থাকে বেশি। প্রথম ম্যাচ হেরেই তাই হাল ছাড়ছেন না হার্দিক, তার সাফ দাবি, ‘কোনো সমস্যা নেই, আমাদের হাতে এখনো ১৩ টি ম্যাচ আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link