More

Social Media

Light
Dark

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ, তিন পরিবর্তন আসন্ন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই লঙ্কানরা ঘুরে দাঁড়িয়েছিল, ফলে সিরিজ এখন সমতায়। তৃতীয় ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে শিরোপা নিষ্পত্তি লড়াইয়ে। মাঠে নামার আগে অবশ্য টাইগারদের একাদশ কেমন হবে সেটাই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

টপ অর্ডারে লিটন দাস ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন স্কোয়াড থেকে। এর ফলে একাদশ নিয়ে সংশয় বেড়েছে; আপাতত লিটনের বদলী হিসেবে জাকের আলী অনিককে ওয়ানডে দলে ডাকা হয়েছে। তবে তিনি ওপেনার না হওয়ায় এনামুল হক বিজয় বা তানজিদ হাসান তামিমের মধ্যে যেকোনো একজনকে সুযোগ দিতেই হবে।

আরেক ওপেনার সৌম্য সরকার বাঁ-হাতি, তাই সম্ভাবনার পাল্লা ডানহাতি এনামুলের দিকেই ভারী। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিক ইনিংসে ভাল শুরু পেয়েছিলেন তিনি, সবমিলিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে তাঁকে খেলানোই যৌক্তিক সিদ্ধান্ত। যদিও, খুব পিছিয়ে নেই তানজিদ হাসান তামিমও। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁর ফর্ম ছিল দারুণ।

ads

বিশেষজ্ঞ স্পিনারের পজিশনেও পরিবর্তন প্রায় নিশ্চিত। গত দুই ম্যাচেই তাইজুল ইসলাম ছিলেন সুপার ফ্লপ। দারুণ কিছু করা তো দূরে থাক, এ সময় মোটে এক উইকেট পেয়েছেন তিনি। শুধু তাই নয়, বল হাতে প্রতিপক্ষের উপর নূন্যতম চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন এই বাঁ-হাতি।

সেজন্য তাঁর জায়গায় একাদশে আসতে পারেন রিশাদ হোসেন। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভাল করেছিলেন তিনি, তিন ম্যাচেই নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন। আবার তাঁর উপস্থিতি দলের ব্যাটিংয়ের শক্তিও বাড়াবে; ডেথ ওভারে প্রতিপক্ষের উপর ঝড় তোলার সামর্থ্য তাঁর রয়েছে, সেটি ইতোমধ্যে প্রমাণ করেছেন এই লেগ স্পিনার।

অন্যদিকে হুট করেই দল থেকে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব। চোটের কারণে তৃতীয় ওয়ানডে খেলবেন না তিনি। তার পরিবর্তে দলে যুক্ত হয়েছেন হাসান মাহমুদ। অন্যদিকে স্কোয়াডে আগে থেকেই ছিলেন মুস্তাফিজুর রহমান। সেদিক থেকে মুস্তাফিজকে একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি।

অর্থাৎ সবকিছু ঠিক থাকলে তিনটি পরিবর্তন নিয়ে তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। কোন অঘটন বা চমকপ্রদ কিছু না ঘটলে বাকি আটটি পজিশনে কোন পরিবর্তন হওয়ার কথা নয়।

তবে একাদশ যেমনই হোক, উদ্দেশ্য কিন্তু একটিই। যেকোনো মূল্যে সিরিজ নিজেদের করে নিতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল, চাইবে টি-টোয়েন্টি সিরিজ হেরে যাওয়ার প্রতিশোধ নিতে। সেজন্য সবাইকেই পারফর্ম করতে হবে, দিতে হবে শতভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link