More

Social Media

Light
Dark

আজম খান কি দিনে দিনে আরও ‘মোটা’ হচ্ছেন?

পাকিস্তান ক্রিকেটে আজম খান যেন এক রহস্যময় চরিত্র। তাঁর মধ্যে যেমন সম্ভাবনার কমতি নেই, আবার সংশয়েরও শেষ নেই। সবচেয়ে বড় সমস্যা হল এই ক্রিকেটারের ফিটনেস।

২৫ বছর বয়সী আজম খান আটটি টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। যদিও, কিংবদন্তীতুল্য মঈন খানের পুত্র করতে পেরেছেন মোটে ২৯ রান। যদিও, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি বরাবরই থাকেন দারুণ ফর্মে।

আর এখানেই সাবেক পাকিস্তানি গ্রেটরা ফিটনেস ইস্যুকে সামনে নিয়ে আসছেন। তাঁদের মতে, এটাই আন্তর্জাতিক ক্রিকেটে আজম খানের মানিয়ে নেওয়ার অন্যতম অন্তরায়।

ads

স্থানীয় টেলিভিশনে কথা বলতে গিয়ে সাবেক পাকিস্তানি অধিনায়ক আজহার আলী দাবি করলেন, বছর দুয়েক আগেও আজম খানের ওজন আরও কম ছিল, এখন নাকি আরও বেড়েছে।

তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে, আজম খান নিজের ওজন নিয়ে একদমই ভাবে না। এটা কমার চেয়ে বরং তাই বাড়ছে। বছর দুয়েক আগে, যখন ওকে দেখেছিলাম – তখন ওজন আরও কম ছিল, এখন বেড়েছে।’

আজহারের কথায় সায় দিলেন মিসবাহ উল হক। সাবেক এই অধিনায়ক বলেন, ‘২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ১৩০ পাউন্ড ওজন বাড়িয়েছেন আজম খান।

যদিও, ওজনটাকে নিজের খেলায় কখনও তেমন একটা প্রভাব রাখতে দেন না আজম খান। পিএসএলের চলতি আসরেও ব্যাট করছেন ২০০-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link