More

Social Media

Light
Dark

বিরাট-রোহিতরাই বা কেন রঞ্জি ট্রফি খেলবেন না?

ঘরোয়া ক্রিকেটে সব ক্রিকেটারের অংশগ্রহন নিশ্চিত করতে সম্প্রতি সরব হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। রঞ্জি ট্রফি সহ অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে সব খেলোয়াড়কে অংশ নিতে নির্দেশনা জারি করা হয়েছে। আর এই পদক্ষেপকে সমর্থন করছেন বিশ্বকাপজয়ী কীর্তি আজাদ; সেই সাথে বিরাট কোহলি, রোহিত শর্মার মত তারকাদেরও এই নিয়মের মধ্যে দেখতে চান তিনি।

শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষাণ বিসিসিআইয়ের নির্দেশনা উপেক্ষা করে রঞ্জি ট্রফিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেজন্য তাঁদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে। এসবের সূত্র ধরে আলোচনায় উঠে এসেছিল ঘরোয়া ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের অবহেলা।

এই ব্যাপারে কীর্তি আজাদ বলেন, ‘এটা খুবই ভাল সিদ্ধান্ত, সবারি রঞ্জি ট্রফিতে খেলা উচিত। অথচ এখন সবাই আইপিএলকে বেশি গুরুত্ব দেয়। এটা হয়তো বিনোদন দিচ্ছে, কিন্তু আসল ক্রিকেট হলো পাঁচ দিনের ম্যাচ। দীর্ঘ সংস্করণে খেলা আপনাকে আরো শাণিত করবে।’

ads

তিনি আরো যোগ করেন, ‘তাই যখনি হাতে সময় থাকবে তখন আপনি বিরাট কোহলি বা রোহিত শর্মা যে-ই হোন আপনার ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। রাজ্য দল কিন্তু আপনাকে আজকের এই জায়গায় আসতে সাহায্য করেছে, এটা মনে রাখতে হবে।’

নিজেদের সময়কালের কথা তুলে ধরেন এই কিংবদন্তি বলেন, ’আমাদের ক্যারিয়ার তখন শুরু হয়েছিল। সেসময় মহিন্দর অমরনাথ, সুনীল গাভাস্কার, চেতান চৌহানের মত সিনিয়র ক্রিকেটাররা রাজ্য দলের জন্য খেলতেন; রাজ্যের সম্মান ও গর্বের জন্য খেলতেন। এসব অনুভূতি বর্তমান ক্রিকেটারদের মাঝে অনুপস্থিত।’

ইংলিশ ক্রিকেট সংস্কৃতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘কাউন্টি ক্রিকেটের দিকে তাকান, টি-টোয়েন্টির পাশাপাশি সেখানে তিন-চার দিনের ম্যাচ হয়। সবাই সেখানে অংশ নেয়, ক্রিকেটাররা জাতীয় দল থেকে বাদ পড়লে বা জাতীয় দলের খেলা না থাকলে কাউন্টি দলের হয়ে খেলে।’

টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা যুগে এসেও ধ্রুব জুরেল এবং সরফরাজ খানদের মত তরুণরা লাল বলের খেলাকে গুরুত্ব দিচ্ছেন, সেজন্য তাঁদের প্রশংসা করেছেন এই অলরাউন্ডার। একই সাথে অন্যদের যত বেশি সম্ভব সাদা পোশাকে খেলার অনুরোধ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link