More

Social Media

Light
Dark

সাকিবের সিংহাসনচ্যুতি

‘খারাপ সময়ে সবকিছু খারাপ যায়’- এক চিলতে হাসি নিয়েই এ কথা ক’দিন আগেই বলেছিলেন সাকিব আল হাসান। তার সেই খারাপ সময়টা অবশ্য কাটতে শুরু করেছে। তবে এরই মাঝে দীর্ঘদিন ধরে দখলে রাখা সিংহাসন ছাড়তে হচ্ছে তাকে। আফগানিস্তানের মোহাম্মদ নবী দখল করে নিয়েছেন সেই জায়গা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগেই সাকিব নিজের উত্থানের নতুন গান রচনা করতে শুরু করেছেন। চোখের সমস্যা পাশ কাটিয়ে ঠিক কিভাবে রান করতে হয়, সেটাই বুঝিয়েছেন তিনি খুলনা টাইগার্সের বিপক্ষে। ২২২ স্ট্রাইকরেটের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন বা-হাতি এই অলরাউন্ডার।

দিন ঘুরতেই খানিকটা বিষাদ ছড়ানো খবরই যেন বেজে উঠলো। তিন ফরম্যাটেই নম্বর ওয়ান অলরাউন্ডার ছিলেন এক সময় সাকিব। ধীরে ধীরে সবগুলোই যেন হয়ে যাচ্ছে হাতছাড়া। এবার ওয়ানডে ফরম্যাটে সেরা অলরাউন্ডারের শীর্ষ স্থান থেকেও তিনি খানিকটা হড়কে গেছেন।

ads

আইসিসির নতুন প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী সেরা অলরাউন্ডার হিসেবে সাকিবের স্থান এখন দুই নম্বরে। স্রেফ চার রেটিং পয়েন্টের ব্যবধানে দীর্ঘ পাঁচ বছরের শাসনকালের অবসান ঘটেছে। ৩১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে এখন মোহাম্মদ নবী।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অনবদ্য এক ইনিংস উপহার দিয়েছিলেন নবী। ১৩৬ রানের দূর্দান্ত এক ইনিংস খেলেই প্রথম স্থান দখলে নিয়েছেন আফগান অলরাউন্ডার। যদিও সে ম্যাচটি হারতে হয়েছিল আফগানিস্তানকে। শ্রীলঙ্কার দেওয়া ৩৮২ রানের পাহাড় টপকাতে পারেনি আফগানিস্তান। তবুও দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন মোহাম্মদ নবী।

আজমতউল্লাহ ওমরজাইয়ের সাথে জুটি গড়ে দলকে দেখিয়েছিলেন জয়ের স্বপ্ন। তবে শেষতক তাদেরকে ৪২ রানের পরাজয় বরণ করে নিতে হয়েছে। ব্যাট হাতে দারুণ সেই পারফরমেন্সের পুরষ্কারটাই পেয়েছেন মোহাম্মদ নবী।

তবে আফগান অলরাউন্ডারের শীর্ষে ওঠার পেছনে সাকিবের ওয়ানডে না খেলাটাও প্রভাবক হিসেবে কাজ করেছে। ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব বাংলাদেশের জার্সিতে আর মাঠে নামেননি। আঙুলের চোট ও চোখের অসুখ মিলিয়ে লম্বা সময় ধরেই ছিলেন মাঠের বাইরে। বিপিএলের দশম আসর দিয়েই মাঠে ফিরেছেন সাকিব আল হাসান।

তবে এই আয়োজন শেষেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না তিনি। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যেও তাকে রাখা হয়নি দলে। গুঞ্জন আছে, সে সময়টা নিজের চোখের চিকিৎসায় ব্যয় করবেন সাকিব। নতুবা র‍্যাংকিংয়ের সেরা স্থানটা নিজের করে হয়ত নিতেই পারতেন বা-হাতি এই অলরাউন্ডার। তবে এবার খানিকটা সময়ই লেগে যাবে সিংহাসন পুনরুদ্ধারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link