More

Social Media

Light
Dark

টেস্ট খেলতে যা করতে হবে শ্রেয়াস আইয়ারকে

মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। বিশেষ করে টেস্ট ফরম্যাটে রান করতেই ভুলে গিয়েছেন তিনি। শেষ বারো ইনিংসে তাঁর ব্যাটিং গড় মাত্র ১৭, রান করেছেন স্রেফ ১৮৭। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচেও ব্যর্থ হয়েছেন, স্বাভাবিকভাবেই তৃতীয় টেস্টের স্কোয়াডে জায়গা দেয়া হয়নি তাঁকে।

এই সময়ে আইয়ারের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তিনি বলেন, ‘তাঁকে (আইয়ারকে) আগে সিদ্ধান্ত নিতে হবে কোন ফরম্যাটে সে গুরুত্ব বেশি দিবে এবং পারদর্শী হওয়ার চেষ্টা করবে। যদি টেস্ট তাঁর অগ্রাধিকার হয়ে থাকে, তাহলে তাঁর রক্ষণ নিয়ে কাজ করতে হবে – পেস, বাউন্স বা স্পিন সবকিছুর বিপক্ষেই।’

এই ক্রিকেট বিশ্লেষক আরো যোগ করেন, ‘শ্রেয়াসকে বলব এমনভাবে ব্যাটিং করতে যেখানে সে রক্ষণের সময় আত্মবিশ্বাসী থাকবে। তারপর যদি সে আক্রমণাত্মক পথ বেছে নেয় তখন এটি বোলারদের ওপর আধিপত্য বিস্তার করতে সাহায্য করবে এবং রক্ষণে ভাল হলে অযথা এলোপাতাড়ি শট খেলতে হবে না।’

ads

তৃতীয় টেস্টে ভারতের একাদশ কেমন হবে সেটা সম্পর্কে তিনি জানান যে, লোকেশ রাহুল একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ফিরবেন। তবে উইকেটরক্ষকের পজিশনে টিম ম্যানেজমেন্ট কাকে বিবেচনা করবে সেটা নিয়ে কিছু বলতে পারেননি।

এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ২০ গড়ে মাত্র ২২১ রান করেছেন শ্রীকর ভারত, তাঁর উপর আর ভরসা করা হবে কি না সেটা নিয়ে সংশয় আছে সবার মাঝেই।

সঞ্জয় বলেন, ‘রাহুল অবশ্যই স্পেশালিষ্ট ব্যাটার হিসেবে দলে আসবে। যদিও টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা কিপার সম্পর্কে কী ভাবছে তা জানি না। ঋষাভ পান্ত টেস্ট স্কোয়াডে তাঁর জায়গা নেওয়ার আগে ভারতের কাছে আরও কিছু বিকল্পের দিকে নজর দেয়া উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link