More

Social Media

Light
Dark

তিন ফরম্যাটেই তাঁরা সেরা!

ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা’র স্বীকৃতি। ক্রিকেট ইতিহাসে এই ব্যক্তিগত নৈপুণ্যের মানদণ্ডটা নির্ধারণ করে আইসিসির র‍্যাংকিং। আর সেই বিবেচনায় তিন ফরম্যাটেই শীর্ষে ওঠার কীর্তি এখন পর্যন্ত দেখাতে পেরেছেন মাত্র ৫ ক্রিকেটার।

ছোট্ট সেই তালিকায় সর্বশেষ সংযোজন জাসপ্রিত বুমরাহ। তবে এই তালিকায় বুমরাহই হচ্ছেন প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বোলার, যিনি তিন ফরম্যাটের বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে ৯ উইকেট নেওয়া এ পেসার ভারতের প্রথম পেসার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে আসেন। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন বুমরাহ।

ads

এরপর ২০২২ সালের জুলাইয়ে শেষবার ওয়ানডে বোলারদের তালিকা শীর্ষে ওঠেন এ পেসার। এই মুহূর্তে তাঁর ওয়ানডে র‍্যাংকিং ছয়। আর এই মুহূর্তে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৯৪ তে থাকলেও ২০১৭ সালে শীর্ষে উঠে এসেছিলেন বুমরাহ।

অবশ্য বুমরাহর আগে তিন ফরম্যাটেই সেরার স্বীকৃতির কীর্তি রয়েছে আরো ৪ জনের। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ম্যাথু হেইডেন। এরপর তালিকায় দ্বিতীয় নামটিতেও রয়েছে একজন অস্ট্রেলিয়ান। তিনি অস্ট্রেলিয়ার ৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিকি পন্টিং।

২০০৫-২০০৬ এর দিকে তিন ফরম্যাটেই ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। এরপর ব্যাটার হিসেবে তিন ফরম্যাটেই শীর্ষ আসনে বসার কীর্তিতে আরো একজন ম্যাথু হেইডেন, রিকি পন্টিংদের পাশে নাম লিখিয়েছেন।

হেইডেন, পন্টিংয়ের পর তিন ফরম্যাটে শীর্ষে উঠে আসা ব্যাটার হচ্ছেন বিরাট কোহলি। কোহলিই প্রথম ভারতীয় যিনি আইসিসি র‍্যাংকিংয়ে তিন ফরম্যাটেই শীর্ষে উঠেছিলেন। ক্যারিয়ারে ২০১৬ সালে তিনি টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে আসেন। এরপর ২০১৮ সালে তিনি টেস্ট এবং ওয়ানডেতে একই জায়গা দখল করেন।

ব্যাটার, বোলার র‍্যাংকিং গেল। অলরাউন্ডার র‍্যাংকিংয়েও কিন্তু একজন একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন। তিনি বাংলাদেশের সাকিব আল হাসান। ২০০৯ সালের ২১ জানুয়ারি ওয়ানডে ফরম্যাট দিয়ে প্রথম কোনো বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আইসিসি র‍্যাংকিংয়ে শীর্ষে ওঠেন এ অলরাউন্ডার।

এরপর ২০১১ সালের ২১ ডিসেম্বর টেস্ট ও ২০১৫ সালের ২৪ এপ্রিল টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়েও শীর্ষে চড়েন সাকিব আল হাসান। সাকিবের এই একচ্ছত্র আধিপত্য অব্যাহত ছিল আরো বেশ কয়েক বছর। এমনকি এই সময়ে এসেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনি নাম্বার ওয়ান অলরাউন্ডার। আর টেস্টে রয়েছেন তিনে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link