More

Social Media

Light
Dark

জো রুটের এলবিডব্লিউ ছড়িয়েছে বিতর্কের শিকড়

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ড। দিনটা অবশ্য ভাল যায়নি, মাত্র ২৪৬ রানে অলআউট হয়ে যায় তাঁরা এবং শেষদিকে ব্যাট করতে নেমে ভারত মাত্র এক উইকেটের বিনিময়ে ১১০ রান করতে সক্ষম হয়। তবে দিনের খেলা ছাপিয়ে গিয়েছে জো রুটকে নিয়ে সৃষ্ট নাটকীয়তা, তাঁর একটা এলবিডব্লিউয়ের আবেদ বিতর্কের জন্ম দিয়েছে ক্রিকেট পাড়ায়।

১২তম ওভারে রবিচন্দ্রন অশ্বিন বেন ডাকেটকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। বাঁ-হাতি এই ব্যাটসম্যান রিভিউ নিলে দেখা যায় যে, অল্পের জন্য বলটি স্ট্যাম্প মিস করেনি, ডেলিভারিটি লেগ স্টাম্পের উপরের অংশ ছুঁয়ে যেত। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বাতিল করার জন্য সেটা কিন্তু যথেষ্ট নয়, তাই ৩৯ বলে ৩৫ রান করে ফেরেন তিনি।

তাঁর বিদায়ের পর অলি পোপের উইকেটও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮ রানে দুই উইকেটের পতন, ঠিক সেসময় জাদেজার ওভারে প্যাডেল সুইপ খেলতে গিয়ে বল মিস করেন রুট। এলবিডব্লুর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় রোহিত শর্মার দল।

ads

রিভিউতে দেখা যায়, বল ব্যাটের কাছাকাছি আসার আগেই আল্ট্রা এজে স্পাইক শুরু হয়। এরপর ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় উল্লেখযোগ্য স্পাইক দেখা যায়। খালি চোখে ব্যাট বলের মাঝে ফাঁকা আছে মনে হলেও তৃতীয় আম্পায়ার মারাস ইরাসমাস সেটাকে এজ ধরে নট আউট ঘোষণা দেন।

এতে কমেন্ট্রি বক্সে থাকা রাবী শাস্ত্রী বলেন, ‘আমার মনে হয়, রুট এবার বেঁচে গিয়েছে। স্পাইক কিন্তু তাঁর ব্যাটের কাছে বল আসর আগ থেকেই হচ্ছে।’

অন্যদিকে ইংল্যান্ডের কিংবদন্তি কেভিন পিটারসন জানান শাস্ত্রীর দাবি প্রমাণিত নয়। তিনি বলেন, ‘প্রমাণগুলো অস্পষ্ট ছিল। শাস্ত্রী হয়তো রোমাঞ্চিত হয়ে গিয়েছিল ধারাভাষ্য দিতে গিয়ে, তবে আমার ধারণা প্রমাণগুলো স্পষ্ট ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link