More

Social Media

Light
Dark

প্রস্তুতি ম্যাচে ভারতের কেন ভয়?

ভারতের ক্রিকেটে এমন দুর্দশার দিন কমই এসেছে। হার হলেও হয়তো মেনে নিত সবাই। কিন্তু ইনিংস ব্যবধানে হার ভারতীয়দের হৃদয়ে আঘাত এনেছে তীব্রভাবে। তাই এই ম্যাচ নিয়েই এখন চলছে বেজায় ময়নাতদন্ত।

সেই ময়নাতদন্তে বের হয়ে এল প্রস্তুতি ম্যাচ না খেলার কুপ্রভাবের অভিযোগ। এমন না এবারই প্রথম এই প্রসঙ্গ উঠল। তারা আসলে কোনো সফরেই খেলতে চায়না। কেন তাঁর একটা স্পস্ট  উত্তর দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ।

এই মারাত্মক পরাজয়ের পর সাংবাদিক সম্মেলনে রোহিতকে সরাসরিই এই প্রশ্ন করা হয়েছিল। তাঁর উত্তরে তিনি তুলে আনলেন প্রস্তুতি ম্যাচ আর মূল ম্যাচের মধ্যে উইকেটের ফারাককে।

ads

সাধারণত দ্বিপাক্ষিক সিরিজ গুলোয় স্বাগতিক দল চায়না সফরকারী দলকে কন্ডিশন বুঝতে দিতে চায়না আগে থেকে। এ জন্য বহু পন্থা অবলম্বন করে থাকা হয় যেমন, পিচ না দেখতে দেওয়া থেকে, সেরকম নেট বোলার সরবরাহ না করা, প্রস্তুতি ম্যাচে বাজে উইকেট। ভারতকেও নাকি প্রস্তুতি ম্যাচে বাজে উইকেট দেওয়া হয় বলে তারা প্রস্তুতি ম্যাচ খেলতে চায়না।

রোহিত বলেন, ‘আমরা শেষ ৪-৫ বছরে প্রস্তুতি ম্যাচ খেলেছি, প্রথম শ্রেণির ম্যাচও খেলেছি। সেখানে যেরকম উইকেট দেওয়া হয় তা ম্যাচের সাথে মেলেনা। তার থেকে ভালো নিজেদের মতো করে প্রস্তুতি নেওয়া। তাতে অন্তত সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে।’

রোহিতের মতে প্রস্তুতি ম্যাচ আর মূল ম্যাচের উইকেটে আকাশ পাতাল ফারাক, ‘অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকায় শেষবার প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম হাটুর নিচে বাউন্স করে এমন উইকেটে। কিন্তু মূল ম্যাচে দেখা যায় বল মাথার উপর দিয়ে যাচ্ছে!’

তবে রোহিত পক্ষেই প্রস্তুতি ম্যাচ খেলার যদি সব ঠিকঠাক থাকে। তিনি বলেন, ‘মূল ম্যাচের মতোই কন্ডিশন থাকলে খেলা যেতেই পারে। বোলাররাও দেখা যায় ১২০-১২৫ কিলোমিটার গতির হয়ে থাকে। আমরা এরকম কিছু দেখেছি শেষ প্রস্তুতি ম্যাচগুলোয়। এর থেকে ভালো নিজেদের মতো করে প্রস্তুতি নেওয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link