More

Social Media

Light
Dark

জনসনকে ‘মাফ’ করে দিয়েছেন ওয়ার্নার

টেস্ট ক্রিকেটকে বিদায় বলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজ তাঁর সাদা পোশাকের ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়ে থাকবে। সিডনি টেস্ট খেলে এই ফরম্যাট থেকে অবসর নিবেন তিনি, এরপর কেবল রঙিন পোশাকেই দেখা যাবে তাঁকে।

তবে এই তারকার অবসরকে ঘিরে বিতর্কের জন্ম দিয়েছেন আরেক কিংবদন্তি পেসার মিশেল জনসন। এই পেসারের দাবি, বল টেম্পারিংয়ে জড়িত থাকা একজন ক্রিকেটার এতটা সম্মান পেতে পারে না। একইসাথে ওয়ার্নারের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

কিন্তু এসব গায়ে মাখতে রাজি নন অজি ওপেনার। জনসনের আক্রমণাত্মক বক্তব্যের বিপরীতে তিনি কেবল জানিয়েছেন, সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। এই ব্যাটার বলেন, ‘বড় কোন শিরোনাম ছাড়া গ্রীষ্ম হবে না, তাই না? প্রত্যেকেরই তাদের নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে।’

ads

সমালোচনা সহ্য করে এগিয়ে যাওয়ার দিকেই এখন মনোযোগ তাঁর। তিনি বলেন, ‘আমার বাবা-মা আমার মধ্যে এটি (সমালোচনা মোকাবেলা করা) আগেই ঢুকিয়ে দিয়েছে। তাঁরা আমাকে কঠিন পরিশ্রম করতে শিখিয়েছে। আপনি যখন বিশ্বমঞ্চে যান, তখন সেটা অনেক গণমাধ্যম থাকবে, অনেক সমালোচনা থাকবে, আবার অনেক ইতিবাচক দিকও রয়েছে।’

অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সও বাইরের কথা থেকে সতীর্থদের রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর মতে, মাঠের বাইরের কিছুতে নয় বরং ব্যাট-বলের খেলায় মনোযোগী হওয়ার সময় এখন। এই পেসার বলেন, ‘আমরা একে অপরকে অনেকভাবে রক্ষা করি। আমরা বছরের পর বছর ধরে অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছে, ডেভি বা স্টিভ (স্মিথ) এর মতো তারকাদের সাথে এক যুগ ধরে খেলেছি, তাই একে অপরের ঢাল হিসেবে কাজ করি।’

তিনি আরও বলেন, ‘সম্ভবত এবার আমাদের সবচেয়ে সফল বছর কাটিয়েছি। আমরা এখন দারুণ একটা গ্রীষ্ম মৌসুম কাটাতে যাচ্ছি, তাই আপাতত সেদিকেই মনোযোগ দিচ্ছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link