More

Social Media

Light
Dark

ফাইনালে ওঠার পর আবেগতাড়িত ভারতের ড্রেসিংরুম

‘সেমিফাইনাল’ নামক জুজুর ভয় কেটেছে। এক যুগ বাদে আবারো বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পা রেখেছে টিম ইন্ডিয়া। খুব স্বাভাবিক ভাবেই গোটা দল এখন উচ্ছ্বসিত, উল্লসিত। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জেতার পর ওয়াংখেড়ের ড্রেসিংরুমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আবেগতাড়িত কিছু মুহূর্তের দৃশ্য ছুঁয়েছে গোটা বিশ্বকে। ড্রেসিংরুমে ধারণকৃত সেই ভিডিও চিত্র এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে।

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে একটা সময়ে এসে নিউজিল্যান্ডের দিকেই ঝুঁকে গিয়েছিল ম্যাচটা। মুম্বাইয়ের দর্শক গ্যালারিতে জেঁকে বসেছিল হতাশা। তবে এরপরই শুরু হয় ‘দ্য শামি শো’। একাই সাত উইকেট তুলে নিয়ে কিউইদের ম্যাচ থেকে ছিটকে দেন এ পেসার।

ম্যাচশেষে এ পেসারকে কাছে পেয়ে সতীর্থ রবিচন্দন অশ্বিন আর নিজেকে ধরে রাখতে পারেননি। যে হাত দিয়ে উইকেট তুলে নিয়ে ভারতকে ফাইনালে তুললেন, সেই হাতে চুমু এঁকে দেন অশ্বিন।

ads

শামির আগে ভারতের ইনিংসে স্কোরকার্ডে ৩৯৭ রান তোলার পথে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ব্যাটিং কোচ বিক্রম রাথোরকে তাই ম্যাচশেষে বেশ চনমনেই দেখা যায়। অনেকটা সময় বিরাটকে জড়িয়ে ধরে থাকা যায় এ কোচকে।

এ ছাড়া প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে শুভমান গিল শ্রেয়াস আইয়ারসহ বেশ কিছু ক্রিকেটারদের সাথে হাত মেলাতে ও পিঠ চাপড়ে দিতে দেখা যায়। এ দিকে সেমি জেতার পর ড্রেসিং রুমে চলে এসেছিলেন যুজবেন্দ্র চাহালও।

বিশ্বকাপের দলে জায়গা হয়নি এ লেগির। তাই দর্শক সারিতেই ছিলেন এ ক্রিকেটার। তবে ভারতের সেমি জয়ের আনন্দটা ভাগাভাগি করতে চেয়েছিলেন টিমমেটদের সাথেই। কোহলি, কিষাণ, বুমরাহদের অভিনন্দন জানাতে তাই ছুটে গিয়েছিলেন ড্রেসিং রুমে।

ভারতের পরবর্তী গন্তব্য আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটা জিতে তাই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার দিকেই লক্ষ্য রোহিত শর্মার দলের। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে এক যুগ পর বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ভারত। এমন কিছু হলে আগামী ১৯ নভেম্বরে জয়োল্লাস আর জয়ধ্বনিতে মুখরিত হবে আহমেদাবাদের ড্রেসিং রুম।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link