More

Social Media

Light
Dark

রবীন্দ্র জাদেজা, বিশ্বকাপে ভারতের সেরা স্পিনার

নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। আগে ব্যাট করতে নেমে ৪১০ রানের পাহাড়সম পুঁজি পেয়েছিল তাঁরা, আর সেই চাপে পৃষ্ট হয়ে ২৫০ রানেই গুটিয়ে গিয়েছে স্কট এডওয়ার্ডসের দল। এই নিয়ে নয় ম্যাচের সবক’টিতে জয়ের স্বাদ পেলো স্বাগতিকরা।

এমন জয়ে দারুণ এক কীর্তি গড়েছেন রবীন্দ্র জাদেজাও; ব্যাটিংয়ে নামার সুযোগ না হলেও বল হাতে দুই উইকেট নিয়ে অবদান রেখেছিলেন তিনি, আর তাতেই নতুন রেকর্ডের মালিক হয়েছেন। ভারতীয় স্পিনার হিসেবে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারী এখন এই বাঁ-হাতি।

এখন পর্যন্ত জাদেজার ঝুলিতে রয়েছে ১৬টি উইকেট, স্বদেশী কোন স্পিনারই পারেননি একটি বৈশ্বিক আসরে এতবার ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠাতে। ১৯৯৬ বিশ্বকাপে পূর্বের সর্বোচ্চ ১৫টি উইকেট অর্জনের রেকর্ড তৈরি করেছিলেন অনিল কুম্বলে। পনেরো বছর পর ২০১১ সালে অলরাউন্ডার যুবরাজ সিং এই রেকর্ডে ভাগ বসান, তিনিও সেবার কুম্বলের সমান ১৫টি উইকেট নিজের করে নিয়েছিলেন।

ads

তবে এবার দুই কিংবদন্তিকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন জাদেজা। এখনো বাকি আছে দুই ম্যাচ, সবকিছু ঠিক থাকলে তাঁর উইকেট সংখ্যা নিশ্চয়ই আরো বাড়বে।

তবে শীর্ষস্থানে তিনি থাকবেন কি না সেটার নিশ্চয়তা নেই। কেননা সতীর্থ কুলদীপ যাদব মর্যাদার এই তালিকায় তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। এই চায়নাম্যানের সংগ্রহ ১৪টি উইকেট; তাই তো দুজনের মাঝেই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা হবে। অধিনায়ক রোহিত শর্মা আর টিম ম্যানেজম্যান্টের জন্য মধুর সমস্যাই বলা যায়।

ফাইনালে ওঠার লড়াইয়ে মুম্বাইতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ২০১৯ বিশ্বকাপে এই ম্যাচেই হেরে গিয়ে বাড়ি ফিরতে হয়েছিল তাঁদের, এবার কি তবে প্রতিশোধ নিবে রোহিত শর্মার দল? সেজন্য অবশ্য আরো একবার এগিয়ে আসতে হবে জাদেজা, যাদবদের; তাঁরা নিজেদের ফর্ম ধরে রাখতে পারলে অনেকটাই সহজ হয়ে যাবে রোহিতের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link